Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।
@স্বপ্নচারী
বেশ ভালো লাগলো আপনার ভালো লাগার গল্প ... না গল্প না ঠিক রিয়েল লাইফ অভিজ্ঞতা...:clap:
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।
@স্বপ্নচারী
বেশ ভালো লাগলো আপনার ভালো লাগার গল্প ... না গল্প না ঠিক রিয়েল লাইফ অভিজ্ঞতা...:clap:
http://www.amaderforum.com/images/smilies/offtopic.gif
উর্মিমালা আপনার বড় বোন নাকি..:D, আগে বলবেন না। তা উনি কি জানেন না আপনিও এই ফোরামে আছেন?;q
আরে হ্যাঁ!!! মিথ্যা বলব নাকি?:-O
আরে...ওকে এই ফোরাম এর কথা তো আমি ই বলসি;D
জটিল লাগল।
স্বপ্নচারীর অ্যারাঞ্জড প্রেমের অভিজ্ঞতা।
মাদার তেরেসার একটা বাণি। If you judge people, you can not love them.
(সম্পূর্ন অফটপিক)
জীবনে প্রেম করে করে বিয়ে করব.. এটা ছিল সপৎ...কোথায় যে গেল সেই সপৎ বুঝি না:-?
প্রেমের কথা শুনলে এখন মনে হয় যে পোলাপাইন্যা জিনিস,হাসি ঠাট্টা মনে হয়...কিছু অভিজ্ঞতার কথা বলি,
আমার এক খালাত ভাই, বেশি না অল্প বয়সে বিয়ে করেছে প্রেম করে, যখন বিয়ে করছে তখন ওদের আবেগটাই ছিল অনেক. একে অন্যকে ছাড়া বাচঁবে না..এটা না ওটা না....অথচ আজ বিয়ের আড়াই বছরের মাথায় তারা নিজেদের কে নিজেরা দোষারোপ করছে...কাজটা ঠিক হয়নি.এটা না সেটা না...হয়ত অল্প বয়সে বিয়ে করার জন্যই মনে হয় এমনটা হয়েছে!
আমার খুব কাছের বন্ধু, প্রেম করছে..প্রথমে তারা একে অন্যকে বলতে চায় না..যে ওরা দুজনদুজনকে ভালোভাসে, শেষে আমি প্রেমের গটকালিটা করি গত দুই বছর আগে দেশে গিয়ে... আর তখন থেকেই তাদের কাহিনী শুরু.... মেয়ে নাছর বান্দা, ছেলে তো নাছরবান্দার প্রেমিক তো বুঝায় যায়... আজ এই ঝগড়া কাল ওই ঝগরা লেগেই আছে..... এটাই প্রেম...
মাঝে মাঝে ওদের কষ্ট দেখলে ভয় লাগে প্রেম করে বিয়ে করব..মাথা কি খারাপ হইছে!
আবার আমার আরেক বন্ধুর প্রেমিকাকে দেখলে মনে হয়...না প্রেম করাই লাগবে... তো!!
আসলে কি করবো!!
অপেক্ষায় আছি বাবা-মার আওয়াজের ... আর কিছু না.....
ওই প্রেম-ট্রেম এখন মনে হয় আর হবে না....
মনি তোর বাবা মার কিসের আওয়াজের আশায় আছিস। আংকেল না তোকে বিয়ে দিতে চায় =))=))=))=))
দুনিয়ার স্বতঃসিদ্ধ কিছু নিয়মের মধ্যে একটা হচ্ছে,What you resist, persist. (Carl Jung)।
অতএব, সাধু সাবধান... !
সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়িতে একটি কোচিং সেন্টারের শিক্ষা সফরে গেস্ট হিসেবে যাই। জমিদার বাড়ির রংমহলে তার সাথে আমার প্রথম দেখা হয়, কথা হয়। মাত্র চারটি মাস মোবাইলাপ ! আর তারপরই শুরু হয় আমাদের প্রেমের বয়স।
আসুন না ! প্রেমে পড়ার সেই কাহিনী শেয়ার করা যাক। প্রেম তো আর বলে কয়ে আসেনা !
আমিতো প্রেমই করিনি, কাহিনী শেয়ার করবো কিভাবে?
@বুলবুল ভাই, প্রথমে মনে করছিলাম কোন লাভ স্টোরি...:-?
আপনার প্রেমের গল্পটা আগে ডিটেইল বলেন..
আমিতো প্রেমই করিনি, কাহিনী শেয়ার করবো কিভাবে?
ঐ মিয়া, প্রেম করেন নাই তো কি হয়ছে, প্রেমে কি আপনার উপরে পড়ে নাই?;D
গানে আছে না , আমি তো প্রেমে পড়িনাই , প্রেম আমার উপরে পড়েছে।
টপিকটি সরিয়ে মার্জ করা হল
এই টপিকটা পইড়া বড়ই মজা পাইলাম।
আমার অবস্থা ছিল শামীম ভাইয়ের মত।
ছোটকালে অবস্থা ছিল যে,
মন কী যে চায় বলো,
যারে দেখি লাগে ভালো.... ...---- সুতরাং বলে শেষ করা মুশকিল!
অনেক দিন পর আজ হঠাৎ রাস্তায়+বাসে কাউকে দেখে ভালো লাগল। যদিও আমার চেয়ে বোধহয় বয়সে বড় হবে।
মেয়েটাকে/আপুকে দেখার পর শিপুল ভাইয়ের "ভালোলাগা==>ভালোবাসা==>প্রেম" এর সংজ্ঞা মনে পড়ল।
ক্লাস সেভেন এর কথা। তখন ধোলাইপাড়ে "উদয়ন কিন্ডার গার্টেন" নামক স্কুলে ভর্তি হয়েছিলাম (ক্লাস সিক্সে)। ছাত্র-ছাত্রী বেশি ছিল না।
বলে কি?
তখন তো আমি ওটার সামনে দিয়েই এ, কে, স্কুলে যেতাম হেটে হেটে। রিকশায় চড়তাম কদাচিৎ। তাও টাকা জমিয়ে।
ক্লাশ থ্রি-থেকেই - এটা সম্ভবত ওয়ার্ল্ড রেকর্ড।
এটা কোনো রেকর্ড হল? আমার রেকর্ড কেজি ১
আমার প্রথম প্রেম যে মেয়ে সে মেয়ে ছিল মধ্যম সুন্দরী (আমি পড়ালেখা ভাল ছিলামনা বলেই হয়তো এ অবস্থা যদিও সে ক্লাসে সেই সবচে সুন্দরী ছিল)
এইতো শেষ! আর কিচু বলার নেই(কিসু না হলে কি বলবো? )
বাহ্... চমৎকার।
আমি এখন আমার জীবনের সবচেয়ে চরম বাস্তম এবং সত্য প্রেমের ঘটনা তুলে ধরব। পড়ে কেউ হাসতে পারেন কেউ কষ্ট প্রকাশ করতে পারেন বা কেউ ধিক্কার দিতে পারেন।
একাদশ শ্রেণীর আগ পর্যন্ত মেয়েদের প্রতি তেমন আগ্রহ ছিল না। কিন্তু একাদশ শ্রেণীর প্রথম বর্ষে আমি আমার এক হিসাববিঞ্জান শিক্ষকের নিকট প্রাইভেট পড়তাম। তখন আমাদের সাথে একটি মেয়ে পড়তে আসত। মাঝেমধ্যে তার সাথে কথা হত। সে একদিন আমার মোবাইল নম্বর নিল এবং রাতে ফোন দিল। অনেক কথা বললাম এবং খুব ভাল লাগল। তার সাথে ফ্রেন্ডশিপ হল। দুই বছর পর যখন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে আসলাম তখন সে আমাকে অফার করল আমিও রাজি হয়ে গেলাম। এর এক মাস পর সে আমাকে বিয়ে করতে চাইল এবং কাছে আসতে চাইল। আমি না করাতে সে দূরে চলে যেতে চাইল। তার প্রতি আমি দুর্বল থাকায় না করে থাকতে পারলাম না। আমরা বিয়ে করলাম এবং দুই বছর সম্পর্ক থাকল। তার কিছু বাজে স্বভাব ছিল যেগুলো আমি পছন্দ করতাম না। যেমন- ছেলেদের সাথে কথা বলা, বাইরে অযথা ঘোরাঘোরি করা। সে আমাকে না বলে অন্য ছেলেদের সাথে কথা বলত এবং আমি যখন জানতাম সে আমার সাথে ঝগড়া করত। দুই বছর পর সে আমাকে কিছু না বলে আমার সাথে নাকি রাগ করে অন্য কাউকে বিয়ে করে তার পরিবারের সম্মতিতে। যেদিন বিয়ে সেদিন আমাকে ফোন করে রাতে বলল। আমি সহ্য করতে না পেরে সুইসাইড করি। আমাকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয় এবং তিনদিন পর যখন ঞ্জান ফিরল তখন জানতে পারলাম সে আমাকে একা রেখে অন্যের হাত ধরে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। অনেক কষ্ট পেয়েছিলাম। তার পর তাকে ফোন করেও অনেকবার আমার কাছে চলে আসতে বলেছি। এবং এও বলেছি তার জন্য আমি সবসময় অপেক্ষা করব। তাকে ছাড়া অন্য কোন মেয়েকে আমার জীবনসঙ্গী বানাব না। এখনও তার প্রতিক্ষায় আছি। যদিও সে বলেছ সে আর কখনো আমার কাছে আসবে না.....
তার পর থেকে এখন মনে কষ্ট নিয়ে সর্বদা চলাফেরা করি। সুখে থাকার চেষ্টা করি যদিও মনে অনেক কষ্ট....
@অর্থহীন স্বপ্ন, সত্যি ঘটনা নাকি? উত্তরের
তার পর তাকে ফোন করেও অনেকবার আমার কাছে চলে আসতে বলেছি। এবং এও বলেছি তার জন্য আমি সবসময় অপেক্ষা করব। তাকে ছাড়া অন্য কোন মেয়েকে আমার জীবনসঙ্গী বানাব না। এখনও তার প্রতিক্ষায় আছি।
নাহ! আপনার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। এবং সাথে আমি এটাও মনে করি এখন আপনার মনে আপনার এই ধারনা পোষণ করা উচিত নয় এবং তাকে সম্পূর্ণ ভাবে ভুলে যাওয়াই সবচেয়ে ভাল কাজ(যদিও এটা করা অনেক কঠিন)। যে আমাকে ভুলে অন্য একটা ছেলের সাথে চলে যেতে পারে(যেখানে তার দোষই বেশী) তাকে মনে রাখার তো কোন মানে নেই। আরও কিছু লিখতে ইচ্ছে করছে। কিন্তু পারছি না। হয়ত শিপলু ভাই এ ব্যপারে সুন্দর একটা মন্তব্য করবেন।
মাহবুব ভাই মানুষের জীবনে তিনটি জিনিস একবারই হয়। প্রেম, বিয়ে, মৃত্যু। যদিও আজকাল অনেকে গোটাকয়েক প্রেম একসাথে করে।
। আমি তাকেই আমার সবকিছু দিয়ে ভালবাসছি। তাকেই ভালবাসব। তার জন্যই অপেক্ষা করব। কেন অন্যজনকে বিয়ে করে তাকে ভালবাসা না দিয়ে তাকে ঠকানোর ইচ্ছা নাই।
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।
০.০৯৪৭৮৪০২১৩৭৭৫৬৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৭৯৩৩০১২০০০৯২ টি কোয়েরী চলেছে