২১

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

হায়রে আমি ওই বয়সে আমার নানার কথায় প্রভাবিত হয়ে ববিতাকে বিয়ে করতে চাইতাম crying, সেখানে মনি কত প্রাকটিকাল !! tongue_smile

২২

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (১৩-০৮-২০০৭ ২৩:৩৩)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

হাঙ্গরিকোডার আপনিও সুন্দর লিখেছেন।

আপনার প্রথম ভালোলাগার কথা পড়তে পড়তে নিজেরটা মনে পড়লো কারন আমার প্রথম ভালো লাগার শুরুটা ক্লাস সেভেনে।  আমি জানি তেমন সুন্দর করে গুছিয়ে বলতে পারবো না আপনাদের মতো। চেষ্টা করছি কিছুটা বলতে।
___________________________________________________________________________
 

আজ ভাবলে অদ্ভুত লাগে আমার স্কুলের পাশে তিনটা ছেলেদের স্কুল ছিল অথচ ভালো লাগলো এমন একজনকে কেউ চিন্তাও করতে পারেনি। আমিও কি ভেবেছিলাম স্কুলে আসা নতুন রাগী অংকের টিচারকেই ভালো লেগে যাবে?  ভাবছেন রুপবানের মতো রুপোবান বোধহয় ছিলেন। প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার মতো রুপবান তিনি ছিল না।  ইংলিশের অসীম স্যারের জনপ্রিয়তা ছিল মেয়েদের মাঝে। কিন্তু কি কারনে যেন আমার ভাল লেগে যায় সেই অংকের স্যারকে। 

রাগী তো ছিলেনি তার উপর অংক আর রসায়নের টিচার..আমিতো কথা বলার সাহসই পেতাম না।  সব কথা হারিয়ে যেত, চারপাশ সব মিলিয়ে যেত এক শুন্যতায়। আমার মনে পড়ছে  ক্লাস এইটে আমরা যারা বৃত্তি পেয়েছিলাম ঠিক করলাম স্যার-আপাদের খাওয়াবো। ঠিক হলোমার আ্য়োজন শেষ হলে আমি টিচারদের গি্য়ে বলবো খেতে আসার জন্য।  স্যারদের বলা এত সহজ কাজ করতে সমস্যা হবার কথা নয় ভাবলাম। কিন্তু যেই না গি্য়ে দেখলাম অঞ্জন স্যার বসে আছেন..যেই না আমার দিকে তাকালেন মুখ থেকে আর কথা বের হয়না। দাড়িয়ে আছি যেন অন্য কোনো মহাশুন্যে।   আমাকে যেন ছুতে হবে না তাকালেই  লজ্জাবতী লতার মত মিলিয়ে যেতাম।   

একারনেই বোধ হয় স্যার নিজেও অস্বস্তি বোধ করতেন আমার সাথে কথা বলতে।   জ্যামিতির চিত্র আকা সু্ন্দর হয়েছে; সরাসরি বলতেন না বলতেন অন্যদের। আমার জন্য বোধকরি মায়াও জাগে মনে; খাতা দেবার সময় হলে আবার দেখতেন কত পেয়েছি। মজার ব্যাপার হলো প্রকৃতি আমাদের মুখোমুখি দাড় করিয়ে দিত যেন।
টিচাররা মাঠে খেলছেন ছাত্রীদের অনুরোধে। বলা নেই, কওয়া নেই স্যারের ছোড়া বলটা আসবি তো আসবি এই আমার কাছেই চলে আসতো।  বিজ্ঞান নিয়ে পড়তে হবে মা জেদ ধরলো আবার স্যারের মুখোমুখি।   একদিন ক্লাসে দুজন দুজনের দিকে তাকিয়ে ছিলাম অনেকক্ষন। হয়তো তিনি তাকিয়েছিলেন এমনি কিন্তু আমার মনে গেঁথে আছে সুখ স্মৃতি হয়ে।
এত সুন্দর চোখ ছিল যার দৃষ্টি হৃদয় ছাড়িয়ে যেত।
 

ক্লাস নাইনের শেষে বদলী হয়ে চলে আসি আমরা অন্য শহরে।  অনেক বার চেষ্টা করেছি পত্রিকায় বা অন্য কো্থাও উনাকে নিয়ে লিখতে কিন্তু পারিনি। যদি আমার লেখা উনি পড়ে ফেলেন তাহলে লেখাগুলো যেন মিলিয়ে যাবে লজ্জাবতী লতার মতো। একটা কবিতা লিখতে ইচ্ছে হলো রবীন্দ্র আঙ্গিকে

_________________________________


উত্তাল তরঙ্গ মাঝে তুমি-আমি  একা
সব কথা নীরবে ভাসে, নীরবে চোখে দেখা
ঝড়ো হাওয়া্য় দুলে উঠে ভালো লাগার খেয়া
চোখের কাছে মিলিয়ে যায় সজল লাজ ছায়া

যে কথাটি কইতে গেলে বুকের মধ্যে বাজে
চোখের তারায় হৃদয় কথা ধ্রুব হয়ে রাজে
এত ভাষা, এত কথা আকাশ বাতাস ছায়
সব ছাড়িয়ে নয়ন দুটি নিষ্পলকে  চায়


সুপ্ত নিবিড় ভাবনা বকুল ভাবের মালা গাথে
অনুরাগের সুবাস ছড়ায় বিজন আখি পাতে
কিছুই নাহি হয়কো বলা দ্বিধার আড়াল ফেলে
চিত্ত  বানীর তরী দুলে আখির  হিল্লোলে


শেষ লগনের করুন খনে শিশির ভেজা চোখ
পাশে থাকার সুখ-কামনা ফিরিয়ে নিল মুখ
অতীত পাখি পালক ছড়ায় নুতন দেশের পানে
স্মৃতির পাঁতায় দুটি নয়ন সুখের বৃষ্টি আনে

সব ভুলেছি আজকে ভাবি, একি পরিহাস
সেই নয়নের দৃষ্টি ভুলার নেই যে অবকাশ
ভুলে যাওয়া হয়না আমার নামটি রাখি মনে
স্বপ্নাকাশে চোখের মেঘে ভাসি তাহার সনে

২৪

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

প্রজ্ঞা, আপনার লেখা পড়ে ভাল লাগল। কয়েকটি বানানে ভুল ছিল (টাইপিং জনিত)। আমি কয়েকটি ঠিক করে দিয়েছি।

আশা করি এভাবে অকপটে নিজের অভিজ্ঞতা ও অনুভুতিগুলো আমাদের সাথে শেয়ার করবেন।:clap:

২৫

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

প্রজ্ঞা আপনার লিখাটাও খুবই সুন্দর হইছে....

২৬

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

প্রজ্ঞা (আপু) clapclap:clap::clap:

২৭

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

আচ্ছা প্রথম প্রেমের কাহিনী আর তো কেউ বললেন না.. ব্যপার কি?? আমি বড় ছোট সব ভাই এবং বোন কে বলব..শেয়ার করুন ..আমাদের সাথে.. হয়ত আপনার প্রেমের কাহিনী শুনে অন্য একজনের উৎসাহ বাড়বে। তো দেরি না করে ......প্লিজ.....

২৮

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

ছোটকালে অবস্থা ছিল যে,

মন কী যে চায় বলো,
যারে দেখি লাগে ভালো.... ...


---- সুতরাং বলে শেষ করা মুশকিল! kidding

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৯

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

চোখে জল জমেছে

শহিদ
মোহাম্মদ শহিদ উল্লাহ রিজওয়ান

৩০ সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (০৩-০৯-২০০৭ ১৫:০২)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

৩১

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

শহিদ
মোহাম্মদ শহিদ উল্লাহ রিজওয়ান

৩২

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

শহিদ ভাই এটা জাক্কাস না ঝাক্কাস?????? cryingcrying--(--(--(--(

৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন famay (২৬-০৯-২০০৭ ০০:২৫)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

Prem ar naam brithota eha purbay jantayn na...?
Moza noy kosto pailam.................--(
______________________________________________________Bye-Famay
   কিন্তু Progga  আপনার লেখাটা রীতিমত ফাটাফাটি, জটিল YOOOOO clap

৩৪

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

৩৫

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

clap

৩৬

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

৩৭

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

আমরা কিন্তু অন্য টপিকে চলে যাচ্ছি.. কেউ বলেন না..আপনাদের প্রেমের কথা...

৩৮

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

সীমান্তের লক্ষে...

৩৯

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

মজা আয়া রে...।। clapclap:clap:

৪০

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।