টপিকঃ প্রজন্ম ভোটাভূটির ফলাফল
কিছুদিন আগে হয়ে যাওয়া ভোটাভুটির ফলাফল আজকের প্রোগ্রামে প্রকাশ করা হয়। ফলাফল হল:
১। রম্য বা বিনোদনমূলক সেরা মৌলিক লেখা - ২০১০ এর বিজয়ী হল mcctuhin
২। আলোকচিত্র িবষয়ক সেরা লেখা - ২০১০ এর বিজয়ী হাঙ্গরিকোডার
৩। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেরা লেখা - ২০১০ এর বিজয়ী invarbrass
৪। জীবনের গল্প নিয়ে সেরা লেখা - ২০১০ এর বিজয়ী মুন
৫। সাহিত্য বিষয়ক সেরা লেখা - ২০১০ এর বিজয়ী prince374
৬। আপনার দৃষ্টিতে সেরা প্রাজন্মিক - ২০১০ হলেন invarbrass
৭। সেরা অবদানকারী - তারেক হাসান
বিজয়ীদেরকে অভিনন্দন
বিজয়ী যারা অনুষ্ঠানে ছিলেন না তারা অনুগ্রহ করে গোপন বার্তায় আমােক ঠিকানা জানালে তাদের উপহারগুলো পৌঁছে ডােক পাঠিয়ে দেব। এছাড়াও খুব শীঘ্রই বিজয়ীদের প্রোফাইলে একটি insignia যুক্ত করা হবে।
what to do?