Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمالْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينالرَّحمـنِ الرَّحِيممَـالِكِ يَوْمِ الدِّينإِيَّاك نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِياهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمصِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّين
আলহামদুলিল্লাহি রাব্লিল আ’লামিন। আর রাহহমানির রাহিম।মালিকি ইয়াওমিদ্দিন।ইয়্যা কানা’বুদু ওয়াইয়্যা-কানাসতাঈন।ইহদিনাস সিরাত্বাল মুস্তাক্বিম। সিরাত্বাল্লাযিনা আন আ’মতা আলাইহিম। গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্বদ্বো-য়াল্লিন।
১। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২। যাবতীয় প্রশংসা আল্লাহ তা’ আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
৩। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
৪। যিনি বিচার দিনের মালিক।
৫। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
৬। আমাদেরকে সরল পথ দেখাও,
৭। সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। – আমিন