Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......
আবু আইয়ূব আনছারী (রা:) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কোন ব্যক্তির জন্য তার অন্য কোন ভাইয়ের সাথে তিনদিনের বেশী সম্পর্ক ছিন্ন করে থাকা বৈধ নয়।"-বুখারী ও মুসলিম
(অথচ আমরা একটু মনোমালিন্য হলেই একজন আরেকজনের সাথে কথা বলা বন্ধ করে দেই । তার কথা মনেই রাখিনা বা তার বিপদ আপদে মুখ ঘুরিয়ে রাখি । ঝগড়া ঝাটি মনোমালিন্য তো হবেই । মুহুর্তের জন্য কষ্ট দিতে পারে দু:খ দিতে পারে তার মানে এই নয় যে অতি আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে । ইসলাম শান্তির ধর্ম । সমাজের এমন কোন বিষয়াদি নেই যে ইসলাম তার সমাধান দেয় নি। অতএব আমরা একে অপরের সাথে কখনো কথা বলা বন্ধ করে দিবো না সে যতই হিংস্র হোক না কেন তার হিংস্রতা তার কাছেই থাকবে । তার মনের সব কথা আল্লাহ তাআলা দেখেন । আগে নিজেকে শুধরাতে হবে তারপর অন্যকে । শান্তি বিরাজ করুক মানুষের অন্তরে শান্তি বিরাজ করুক সমাজে । সবাই সবার বিপদ আপদে এগিয়ে আসুক এই হউক কাম্য ।)