টপিকঃ লজিক ৬
এই ঘটনাটা আমার আম্মার কাছে শোনা। আমার বড় দুই ভাই তখন অনেক ছোট, একজন স্কুলে যাওয়া শুরু করেছে, আরেকজন আরো ছোট।
একদিন দুই ভাই বিকেল বেলা খেলাধুলা করে ধুলায় ধুসরিত হয়ে বাসায় ফিরল। তাদের অবস্থা দেখে আম্মা বললো,
আম্মাঃ শামীম, শাহেদ; যাও হাতমুখ ধুয়ে এসে টেবিলে বসো।
একটু পর আম্মা রান্না ঘর থেকে নাস্তা রেডি করে খাবার টেবিলে এসে দেখলেন, দুই ভাই ধুলামাখা পা নিয়ে টেবিলের উপর উঠে টুমটুমা হয়ে বসে আছে।
আম্মাঃ (রাগত হয়ে) কিরে পায়ে ধুলা কেন?
ভাইয়াঃ আপনিই তো বললেন যে হাতমুখ ধুতে। পা ধোয়ার কথাতো বলেন নাই।
আম্মাঃ আর টেবিলের উপর উঠে বসছিস কেন?
ভাইয়াঃ আপনিই তো বললেন যে, টেবিলে গিয়ে বসো.........