টপিকঃ লজিক ২
আমি যখন ক্লাস থ্রি তে উঠলাম তখন আমরা চলে আসলাম পল্লবীতে। সেই সময় আমার সবচে বড় ভাই পড়ত বুয়েট এ। আর প্রতি সপ্তাহে হল থেকে বাসায় আসত এবং সেই দিন বাসায় থাকত একটা আনন্দময় পরিবেশ। তো এরকম একদিনে আমরা সবাই বসে খাবার টেবিলে আড্ডা দিচ্ছি। কিন্তু মশক বাহিনীর হামলায় আমাদের সবার অবস্থা খারাপ। কয়েল দিয়েও মশা তাড়ানো যাচ্ছেনা। আম্মা পাকঘর থেকে আরেকটা কয়েল এনে দেখলেন তার তিন গুনধরের মাঝে ছোটো গুনধরটা গায়েব। অনুসন্ধানে নেমে আম্মা আবিস্কার করলেন যে তার ছোটো গুনধরটি আরেক রুমের লাইট নিভিয়ে চুপচাপ বসে আছে।
আম্মাঃ কিরে লাইট নিভিয়ে অন্ধকারে বসে আছিস কেন?
আমিঃ মশা যাতে না কামড়ায় সে জন্য।
আম্মাঃ গাধা নাকিরে তুই? অন্ধকারেই তো মশা বেশি কামড়ায়!
আমিঃ কি যে বলেন আম্মা! অন্ধকারেতো মশা চোখেই দেখে না, কামড়াবে কিভাবে? (চোখেমুখে নতুন কিছু আবিস্কারের আনন্দ )