টপিকঃ লজিক
আমি ছোটোবেলা থেকেই খুব লজিকাল। আমার যখন ৫ বছর বয়স তখন দেখতাম যে আব্বা প্রতিদিন সকালে অফিস এ যায় এবং অফিস এ যাওয়ার আগে পান খায়। তো একদিন আমাকে আব্বা অফিস এ যাওয়ার আগে দোকানে পাঠালো পান আনতে এবং পান আনার জন্য ৫০ পয়সা দিলো। খানিকক্ষন পর ক্রন্দনড়ত ছোট্ট আমি বাসায় ফেরত আসলাম, হাতে পান আর গালে অশ্রু নিয়ে। এরপরে আম্মার সাথে আমার কথোপোকথন ছিলো নিন্মোরুপঃ
আম্মাঃ কিরে বাবু কান্দছিস কেন?
আমিঃ কান্দবনা তো কি করব?
আম্মাঃ কেন? কি হয়েছে?
আমিঃ বেটা বদ্মাইস দোকানদার!! বেটাকে বললাম যে পান দিতে আর বেটা পানতো দিসেই , সাথে চুন,সুপারি,খয়ের,জরদা সবকিসু দিয়ে দিছে।
আম্মাঃ ঠিকিতো আছে।
আমিঃ কিভাবে ঠিক আছে? আব্বাতো আমাকে শুধু পান আনতে বলেছিল, কিন্তু ঐ বেটাতো সবকিছু দিয়ে দিল। এখন আব্বাতো আমাকে বকবে।