৪১

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

অন্তর থেকে ভালোবাসা প্রজন্মের জন্য।
আমায় অনেক কিছু দিয়েছে এই ফোরাম। অনেক কথা চিন্তা করতে শিখিয়েছে যা আগে কখনই আমাকে নাড়া দিত না।
আর পেয়েছি কিছু ভালো মানুষের সান্নিধ্য।

প্রজন্মের এই পথচলা যেন চিরতরের হয়।