টপিকঃ লিনাক্স ব্লগ এগরিগেটর
http://blogs.linux.org.bd/ হচ্ছে লিনাক্স ব্লগ এগ্রিগেটর । বুঝিয়ে বলি - আরএসএস ফিডের কথাতো নিশ্চই শুনেছেন। আজকাল বিভিন্ন ব্লগ বা ওয়েবব্লগ এ্যাপলিকেশনে আরএসএস ফিড ফিচারটি বাইডিফল্ট থাকে। এর মাধ্যমে আপনার ব্লগের ভিজিটররা ভিড টি সাবস্ক্রাইব করে রাখলে আপনি যদি কোন নতুন ব্লগ পোষ্ট করেন তাহলে আপনার ভিজিটর সাথে সাথে আরএসএস ফিডের মাধ্যমে জানতে পারবে। আর এই সুবিধাকেই কাজে লাগিয়ে তৈরী করা হয় ব্লগ এগ্রিগেটর। কিছূ প্লাগইনের মাধ্যমে এই ব্লগ এগ্রিগেটর তৈরী করলে আপনি নির্দিষ্ট কিছু ব্লগের আরএসএস ফিড কনটেন্ট কে আপনার ব্লগ এগ্রিগেটরে স্বয়ংক্রিয় ভাবে সাধারন ব্লগ পোষ্ট হিসেবে পোষ্ট করতে পারবেন।
এমনই একটি লিনাক্স বিষয়ক ব্লগ এগ্রিগেটর তৈরী করেছিলেন Russell john অনেক আগে
এটি তৈরীতে ব্যবহৃত হয়েছে
wordpress এবং feedwordpress (ব্লগ ফিড এ্যাগ্রিগেশন এর জন্য)