টপিকঃ (গবেষনায় পরিবর্তিত মুরগী) এ আবার কেমন মুরগী!
সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা বার্ড ফ্লু ঠেকাতে মুরগীর জিনে পরিবর্তন ঘটিয়েছেন। এই পরিবর্তনের ফলে মুরগী নিজেই বার্ড ফ্লু প্রতিরোধ করতে পারবে পাশাপাশি পোলট্রি শিল্পের ধ্বংস ঠেকানো যাবে বলে গবেষকরা দাবী করেছেন। খবর ডেইলি টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, জেনেটিক পরিবর্তন ঘটানোর ফলে মুরগীর স্বাস্থ্য যেমন ঠিক থাকবে তেমনি মানুষের ক্ষেত্রেও এই রোগের বিস্তার ঘটবে না।
গবেষকরা জানিয়েছেন, পাখি থেকে সহজে বার্ড ফ্লু মানুষের মধ্যে ছড়ায় না। তবে এইচ৫এন১ নামের ফ্লু-ভাইরাস এর আক্রমণ ঘটলে সেটির প্রভাব হয় মারাত্মক। এইচ৫এন১ ভাইরাসটির মিউটেট সংস্করণ সহজেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাসটির প্রকোপেই বিশ্বের অনেক দেশে বার্ড ফ্লু রোগটি ছড়িয়ে পড়েছে।
কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষক ড. লরেন্স টিলে জানিয়েছেন, বার্ড ফ্লু প্রতিরোধী মুরগী উৎপাদন জেনেটিক গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র : http://tech.bdnews24.com/details.php?shownewsid=1709
গবেষকদের অক্লান্ত পরিশ্রমে আমরা পেতে যাচ্ছি বার্ডফ্লু প্রতিরোধক মুরগী। সুখবরই বটে। কিন্তু এই মুরগী দেখে কেন জানি খাওয়ার আগ্রহ পাচ্ছি না। মনে হচ্ছে বাজার থেকে ছিলে আনা মুরগী হেটে বেড়াচ্ছে।