আরও আগেই পোষ্ট দিতাম কিন্তু সময়ের অভাবে পারি নি,যাই হোক নিজ অভিজ্ঞতার আলোকে আপনাকে কিছু পরামর্শ দিচ্ছি,
১।প্রায় সব নিয়োগকর্তাই নিয়োগ দেবার আগে একাডেমিক ব্যাকগ্রাউন্ড চায়।আপনি যেহেতু ডিপ্লোমা করেছেন সুতরাং অবশ্যই বিএসসি তে ভর্তি হয়ে যান।যদি চাকুরী করার ইচ্ছা থাকে তাহলে কোন প্রাইভেট ভার্সিটির ইভনিং এ ভর্তি হতে পারেন ।
২।যেহেতু আপনি নেটওয়ার্কিং এ ক্যারিয়ার গড়তে চান তাই আপনাকে জানতে হবে এর ট্র্যাক সম্পর্কে।আমি যদি দুই ভাগে ভাগ করি তাহলে বলব একটি হল ওএস বা সার্ভার বেসড আর অন্যটি হল ডিভাইস/হার্ডওয়্যার বা টেকনোলজি বেসড।সার্ভার বেসড হল উইন্ডোজ,লিনাক্স ও ম্যাকের বিভিন্ন সার্ভার অপারেটিং সিস্টেম যেমন,Windows Server 2003/2008,Debian/Redhat,Mac server ইত্যাদি এর কাজগুলো সংক্ষেপে বললে ,এই সকল ওএস দিয়ে ডোমেইন সার্ভার,মেইল সার্ভার,ফাইল সার্ভার,ডিএইচসিপি সার্ভার,এফটিপি সার্ভার ইত্যাদি তৈরী করা ও মেইন্ট্যান্যান্স করা আর এর জন্য প্রয়োজনীয় প্রফেসনাল সার্টিফিকেট হল MCSE,MCITP,RHCE ইত্যাদি
এবার হার্ডওয়্যার বা টেকনোলজি বেসড সংক্ষেপে বললে নেটওয়ার্কিং এর ফান্ডাম্যান্টাল,আর্কিটেকচার,ডিভাইস,মিডিয়া,প্রটোকল,আইপি,সাবনেটিং,রাউটিং থেকে শুরু করে আরো উপরের লেভেল.........এর জন্য আপনার প্রয়োজনীয় প্রফেসনাল সার্টিফিকেট হল,CCNA,CCNP থেকে শুরু করে CCIE পর্যন্ত।আর এই সকল সার্টিফিকেট দাতা হল একমাত্র CISCO.CISCO শুধু সার্টিফাইড ই করে না তারা কিন্তু প্রায় সকল নেটওয়ার্কিং ডিভাইসের অন্যতম প্রস্তুতকারক যেমনঃ সুইচ,রাউটার,ফায়ারওয়াল ডিভাইস,আইপি টেলিফোনি ডিভাইস...ইত্যাদি।আমার মতে আপনি MCSE বা MCITP ঘরে বসে ও স্টাডি করতে পারেন,পারলে অনলাইন এক্সাম ও দিতে পারেন যদিও চাকুরী ক্ষেত্রে এ গুলোর ডিমাণ্ড আহামরী না,RHCE এর ডিমাণ্ড ভাল কিন্তু CISCO লাগবেই আপনি যদি চাকুরী ক্ষেত্রে নিজেকে ভাল অবস্থানে দেখতে চান অবশ্যই CISCO র প্রফেসনাল সার্টিফিকেট লাগবে।আর এ সার্টিফিকেটের জন্য আপনার প্রচুর স্টাডি করতে হবে সাথে ব্যাবহারিক জ্ঞান/অভিজ্ঞতা ও একাগ্রতা থাকতে হবে।
৩।এবার আসি চাকুরী ক্ষেত্র সম্পর্কে, নেটওয়ার্কিং এর জন্য ভাল কাজের ফিল্ড হল ব্যাংক,ব্রোকার হাউস,বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানী,থার্ড পার্টি হিসেবে সাপোর্ট দেয় এমন কোম্পানী,বড় আইএসপি যদিও বেশিরভাগ আইএস পি তে কাজ করা সত্যিই কঠিন তবে আশার কথা হল কাজ শিখার জন্য এর কোন অল্টারনেটিভ নেই।
৪।এবার আসি বেতন সম্পর্কে, হুমমম এই বেতনের জন্যই আমদের এত কাজ আর এত আয়োজন সব কিছুর মূলেই হল টাকা ।আমি বাংলাদেশের কথা যদি বলি তাহলে বলব CISCO(CCNA বা CCNP) সার্টিফাইড একজন বিএসসি ইঞ্জিনিয়ারের শুরুতে মাসিক বেতন হয় ১৫-২০ হাজার।ব্যাংক বা ভাল কোম্পানীতে অনায়াসেই ২৫-৩০ হাজার টাকা পাওয়া যায়।আর বছর কয়েক এর অভিজ্ঞতা হলেই সবার উচিত ভাল কোথাও সুইচ করা।আপনি যতই এক্সপার্ট হন না কেন এক কোম্পানীতে বেশী দিন থাকলে আসলে বেতন ঠিক সেভাবে বাড়ে না তাই চোখ কান সবসময় খোলা রাখতে হবে,দিনের পর দিন নিজেকে দক্ষ করে তুলতে হবে এবং সময়মত নিজেকে শিফট করতে হবে ভাল কোন কোম্পানীতে।এ ব্যাপারে আরেকটু বলি CISCO র সার্টিফিকেট এর শেষ স্তর হল CCIE, এর মধ্যেও আরো ট্র্যাক আছে যেমনঃ সুইচ এন্ড রাউটিং,সিকিউরিটি,ভয়েস,নেটওয়্যার্কিং,ওয়্যারলেস।সারা পৃথিবীতে ২৭০০০ এর মত CCIE আছে আর বাংলাদেশে আছে মাত্র ৭ জন ।এদের কয়েকজনের মাসিক বেতনই ২-৩ লক্ষ টাকার উপরে।আর হ্যা উনারা এর বাইরে ও বিভিন্ন কোম্পানীতে পরামর্শক হিসেবে কাজ করে থাকেন।বুঝতেই পারছেন CCIE এর ডিমান্ড কেমন।
পরিশেষে বলব আপনি বিএসসি করার পাশাপাশি সিসিএন এ টা শুরু করে দিন আশা করি ভাল করতে পারবেন।