টপিকঃ রফতানিমূখী কারখানার গ্যাস ও বিদ্যূৎ বিল বাড়ানো উচিত ...
রফতানীমুখী শিল্প কারখানাগুলোর জন্য গ্যাস বা অন্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মূল্য বাড়িয়ে দেয়া উচিত।
আমরা আমাদের গ্যাস কম মূল্যে বা প্রায় বিনামূল্যে ব্যবহার করি। এদেশে গ্যাস বা পানির সম্পদ হিসেবে কোন দাম আমাদেরকে দিতে হয়না বললেই চলে; যে বিল দেই সেগুলো হল, আহরণ আর বিপননের খরচ - এর মধ্য পানির/গ্যাসের মূল্য বলে কোন অংশ নাই - পুরাটাই পানি বা গ্যাস মাটির নিচ থেকে আমার ঘরে পৌঁছে দেয়ার খরচ মাত্র (সার্ভিস চার্জ)। এখন যদি বিদেশি কেউ ঐ গ্যাস নিতে চায় এবং আমরা বিক্রয় করি, সেটা দাম দিয়ে কিনে নিয়ে তারা নিজ খরচে সেগুলো আহরণ ও প্রসেসিং করে নিয়ে যায়।
ঐ গ্যাস নিয়ে গিয়ে কী করবে? কারখানাই তো চালাবে - তাই না। কিন্তু এদেশের চেয়ে দাম অনেক বেশি হবে। কাজেই এরা এদেশে যদি কারখানা করে বা কারখানা থেকে ক্রয় করে তাহলে বিনামূল্যে সেই রিসোর্স ব্যবহার করে (শুধু সার্ভিস চার্জ দিয়ে) এদিক দিয়ে খরচ কমিয়ে ফেলে। আমরা কি রফতানী বৃদ্ধির ফাঁদে তবে ওদেরকে আমাদের সম্পদ বিনামূল্য ব্যবহার করার সুযোগ দেব?
সহজ ভাবে ব্যাখ্যা দেখাই:
বিদেশে কারখানা:
ধরি ১০ঘনমিটার গ্যাসের দাম = ১০০ টাকা
খনি থেকে উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ = ১০০ টাকা
পরিবহন = ১০০ টাকা
তাহলে গ্যাসের দাম = ৩০০ টাকা।
শ্রমিকের মজুরী/বেতন ইত্যাদি = ৫০০ টাকা।
পণ্য রফতানী ব্যয় = ০ টাকা। (যেহেতু ঐদেশেই উৎপাদন হচ্ছে)
মোট খরচ ৮০০ টাকা।
কিন্তু সেই কর্তৃপক্ষই যদি এদেশে কারখানা দেয় তবে খরচটা:
১০ঘনমিটার গ্যাসের দাম = ০ টাকা
খনি থেকে উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ = ১০০ টাকা
পরিবহন = ৫০ টাকা
তাহলে গ্যাসের দাম = ১৫০ টাকা।
শ্রমিকের মজুরী/বেতন ইত্যাদি = ১০০ টাকা।
পণ্য রফতানী ব্যয় = ১০০টাকা।
মোট খরচ ৩৫০ টাকা।
আমাদের শ্রমিকদেরও কম মজুরি দেবে আবার গ্যাসও বিনামূল্যে ব্যবহার করবে --- --- তাহলে পণ্য বানিয়ে রফতানী করা কি আসলেই দেশের জন্য লাভজনক? নাকি গ্যাস আর শ্রমিক দুইটাই রপ্তানি করা লাভজনক? কাজেই কারখানা কর্তৃপক্ষ যে নিজ স্বার্থেই এদেশে রফতানীমুখী বিনিয়োগ করতে আগ্রহী হবে সেটা খুবই স্বাভাবিক।
একইভাবে কারখানাগুলোতে এবং আমরা যে বিদ্যূত ব্যবহার করি সেটা যদি ভর্তুকি মূল্যে পেয়ে থাকি, রফতানী শিল্পে বিদ্যূৎ দেয়ার সময় সেই ভর্তুকি বাদ দেয়া উচিত।
যারা আমদানী করতে চায়, তাদের কাছে নিজেদের রফতানী বৃদ্ধির আগে প্যান্ট খুলে ওদের জন্য পেছনটা উদোম করে দিচ্ছি কি না সেটাও যাচাই করা দরকার।