টপিকঃ আপনি আজ কী কী জনসেবা করলেন?
এই ফোরামে অনেকেই জনসেবা করেন।
কেউ অন্যের টাকা খরচ করিয়ে তাকে দানশীলতার সোয়াব হাসিল করান ।
কেউ ওপেনসোর্স সফটওয়্যার বানান - যাতে অনেক আম জনতা উপকার হয়।
কেউ আরেকজনকে ঠিকানা/পথ চিনতে সাহায্য করেন।
কেউ বিভিন্ন কাজের টিউটোরিয়াল বা পদ্ধতি লিখে অন্যকে শিক্ষিত বা সচেতন করতে সাহায্য করেন।
একটা কৌতুক বলে একজনের মন খারাপ ভাল করলেও সেটা এক প্রকার জনসেবা বলা যেতে পারে।
আবার রাস্তায় বা করিডোরে ময়লা কাগজ, ঠোঙ্গা দেখে সেটা তুলে যথাযথ জায়গায় ফেলাটাও একটা ভাল জনসেবা।
কিন্তু
আমি আজ বেড়াইতে গেলাম, অমুক খাইলাম - এগুলো জানানো জনসেবা না।
নিজের আনন্দ বেদনা শেয়ার করাটা জনসেবা না।
আপনি এখানে জানান আজ বা ইদানিং কী কী জনসেবা করলেন।
কিছু লিংক:
ৎসিভিলডিন্সট
বাধ্যতামূলক স্বেচ্ছাসেবা