টপিকঃ প্রথম প্রজন্মগুরু
আমি ১,৫০০তম পোষ্ট করে প্রথম প্রজন্মগুরু উপাধী পেয়েছি, শামীম ভাই বহুপূর্বেই ১,৫০০ অতিক্রম করলেও প্রজন্মগুরু উপাধী লাভ না করায়, এই উপাধী লাভকারী আমিই প্রথম, আর আমার এই ১,৫০০তম পোষ্ট শামীম ভাইকে উৎসর্গ করলাম। অবশ্যই সেতারাস এর অবদানও অনেক। আমি বেশী বেশী পোষ্ট করছি যেন নবাগতরা এই আসরে বেশী বেশী টপিক লেখার উপাত্য খুজে পায়। সবাইকে ধন্যবাদ