Re: একুশ নিয়ে আমার কবিতা
পরাগ আপনাকে ধন্যবাদ একুশে নিয়ে কবিতা লেখার জন্য।
রক্তের গ্রুপ: B(-)
Re: একুশ নিয়ে আমার কবিতা
চমৎকার কবিতা।
একটি পোস্টে একজন আপত্তি তুলেছেন ৮ই ফাল্গুনের পরিবর্তে ২১শে ফেব্রুয়ারীর কথা। প্রশ্নটি আমার কাছে যৌক্তিক। কবিদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ আপনারাও যদি এই বিষয়টাকে সমর্থন করেন তাহলে আপনাদের কবিতায় ২১ ফেব্রুয়ারীর বদলে ৮ই ফাল্গুনকে ঠাঁই দিন। অবশ্য, কবিতা একান্তই কবির নিজস্ব ব্যাপার। এটি আমার অনুরোধ মাত্র।
Re: একুশ নিয়ে আমার কবিতা
চমৎকার কবিতা।
একটি পোস্টে একজন আপত্তি তুলেছেন ৮ই ফাল্গুনের পরিবর্তে ২১শে ফেব্রুয়ারীর কথা। প্রশ্নটি আমার কাছে যৌক্তিক। কবিদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ আপনারাও যদি এই বিষয়টাকে সমর্থন করেন তাহলে আপনাদের কবিতায় ২১ ফেব্রুয়ারীর বদলে ৮ই ফাল্গুনকে ঠাঁই দিন। অবশ্য, কবিতা একান্তই কবির নিজস্ব ব্যাপার। এটি আমার অনুরোধ মাত্র।
আসলে ২১ ফেব্রুয়ারি সর্বজন স্বীকৃত তাই ৮ ফাল্গুন আড়ালে চলে গেছে।
Re: একুশ নিয়ে আমার কবিতা
ভােলা লাগল কিবতা
হয়ত এই িবষয়গুেলা িনেয় এভােবই েলখা উিচত যােত কের িনেজেক িনংেড় েফরা যায়
অেনক ভােলা কামনা রইল েলখেকর জনেনা আগামীেত
একুশ মহান থাক আজীবন
Re: একুশ নিয়ে আমার কবিতা
অরন্য আপনাকে ধন্যবাদ