Re: হাতের আংগুলের দ্বারা কতকিছুরই না বুঝান যায়
আপনার হাত গুলো কত সুন্দর ব্যবহার করলেন। হাতে রঙ করেছেন দেখি। নিজের হাতে রঙ করতে কেমন লাগল
Re: হাতের আংগুলের দ্বারা কতকিছুরই না বুঝান যায়
রনি ভাই,
প্রজন্ম ফোরামে আপলোড করে ছবি দেয়ার ক্ষেত্রে নিজে তোলা বা বানানো ছবি না হলে দয়া করে তথ্যসূত্র উল্লেখ করবেন। অথবা, নিদেনপক্ষে সংগৃহীত কথাটা উল্লেখ করে দিবেন। তা নাহলে আমরা কপিরাইটের সমস্যায় ফেঁসে যেতে পারি।
লিংক দিয়ে অন্য ওয়েবসাইট থেকে ছবি দিলে সেটা উল্লেখ না করলেও চলবে।
মডারেটর হিসেবে জানালাম।
ধন্যবাদ।
Re: হাতের আংগুলের দ্বারা কতকিছুরই না বুঝান যায়
ধন্যবাদ।সবার অবগতির জন্য জানাচ্ছি ছবিগুলো সংগৃহিত।