Re: ডকুমেন্টরি - সম্প্রতি যেটা দেখলেন
খেলাধুলা ও বিজ্ঞানের তত্ত্ব (পদার্থ বিদ্যা ও সাইকোলজি) নিয়ে কিছু ডকুমেন্টারির নাম জানতে চাই।বিশেষ করে ক্রিকেট নিয়ে যদি হয়।এবং যেখানে পদার্থ বিদ্যার তত্ত্ব নিয়ে ব্যাটিং ড্রইভ আর বলিং এবং সাইকোলোজি নিয়ে আলোচনা করা হয় এমন কিছু ডকুমেন্টারির নাম জানতে চাই।টেবিল টেনিসের উপরও এরকম কিছু খুজছি।