Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
মৃত্যু কোন সময়ই যন্ত্রনাহীন হয় না। তাই হেডিংটা পড়ে একটু ভ্রু কুচকেছিলাম তার পর আবার এটা বিজ্ঙান বিভাগের পোষ্টিং ভাবলাম পাগলা বিজ্ঙানীরা আবার কি আবিস্কার করল্ কিন্তু পুরোটা পড়ে একরকম মনটা খারাপ হয়ে গেল। এই বিভাগে ভর্তি হওয়া মানে জেলের ফাসির আদেশ পাওয়া কয়েদির মত। সবাই জানে রোগী মারা যাবে কিন্তু কখন যাবে যানে না। পড়েই মনটা খুব খারাপ হয়ে গেল। আমারই কোন আত্বীয় শুকুর আলী ওখানে মৃত্যুর প্রহর গুনছে। আমার ভাই প্রাচুয্য হয়ত বাচার আশায় মত্ত কিন্তু জীবন তাকে সে সুযোগ দিবে না।
ধন্যবাদ তিতাসকে এই খবর শেয়ার করার জন্য।
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
আমারও মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল। কেন জানি খবরটার মধ্যে অজানা এক বেদনা লুকিয়ে আছে। কোন মানুষ শারীরিক অসুস্হতায় একেবারে শেষ পর্যায়ে গেলে ডাক্তাররা যখন হাল ছেড়ে দেন তখন তার নিকট আত্মীয়া শেষ ইচ্ছা হিসাবে সব সময় অনেক কিছু করতে চান -সেরকম কিছু ঘটনা আমি একদম কাছ থেকে দেখেছি। সবাই জানছে যেকোন মুহূর্তে মারা যাবেন তিনি কিন্তু কিছুই করার নাই শুধু শেষ ইচ্ছা পূরনের চেষ্টা করা ছাড়া। কি বেদনাদায়ক পরিস্হিতি তা যাদের পরিবারে ঘটে শুধু তারাই উপলব্ধি করতে পারেন।
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
টপিকের শিরোনাম আর ভিতরের লেখার মধ্যে যথেস্ট পার্থক্য আছে, চেঞ্জ করে দেওয়া যায় না, নাকি মূল সূত্রেই এরকম ছিল ?
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
মহান আল্লাহ সবাইকে ক্ষমা করুক- আমীন।
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
মৃত্যুকে কি যন্ত্রণাহীন করা যায়! যাই হোক, উদ্যোগটা খারাপ না।
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
যন্ত্রনা বলতে উনি সম্ভবত রোগির পরিবার-পরিজনদের মানুষিক অশান্তিটা বুঝাচ্ছেন। এই ব্যাবস্থার মাধ্যমে হয়ত এর থেকে কিছুটা সান্তনা তারা পাবেন।
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
মৃত্যু কোন সময়ই যন্ত্রনাহীন হইতে পারেনা, এই কক্ষে হয়তো রোগীর জন্য এক্সট্রা কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। খবরটা একটু কনফিউজিং!
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
আল্লাহ সবাই কে শান্তিতে রাখুক আমীন।
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
অবু ১০, ২০, ৩০, ৪০, .......... বিএসএমএমইউ ("যন্ত্রনাহীন' মৃত্যু ইউনিট)। ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত, ২৪×৭ মাথায় সীমাহীন যন্ত্রনা বয়ে বেড়ানো একজনকে ভর্তি করাবার সুযোগ এখানে আছে কি না খোঁজ নিতে হবে।
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
জীবন বড়ো অদ্ভূত...মৃত্যু আসিয়া কীভাবে লইয়া যায় আমাদের বড়োই সাধের জীবনকে...
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
মৃত্যু শব্দটাই কেমন যেন মন খারাপের, তবে নিঃসন্দেহে এটি একটি প্রয়োজনীয় উদ্যোগ। দূরারোগ্য রোগে ধুকে ধুকে মৃত্যুর চেয়ে যন্ত্রনাহীন স্বেচ্ছামৃত্যু অনেক বেশি শ্রেয় ।
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
মানুষ জীবন রক্ষার্থে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করে।আর আমাদের দেশে উদ্ভাবন করে মানুষকে মারার
নিউজটা পড়ে খারাপ লাগল।ঈশ্বরের কাছে সকলের রোগমুক্তি কামনা করছি।
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
আপনারা সব না পড়েই কেন কমেন্ট করছেন??
এখানে মৃত্যু পথ যাত্রীদের কষ্ট কমানো হয়।
কেউ মারা যাচ্ছেন কোন উপায় নেই তখন সিডেটিভ ও ব্যাথা নাশক দিয়ে যাস্ট কষ্ট কমানো হয়।
মরফিন হেরোইন সহ নেক ড্রাগ/মিডিকামেন্ট ব্যাথা কষ্ট লাঘব করে। পৃথিবীর সব দেশেই আছে...
বাংলাদেশে যেহেতু আত্মহত্যা স্বীকৃত নয় তাই এটা সম্ভব নয়। কেউ চাইলেও তাকে মেরে ফেলা হবে না।
আপনারা নিশ্চয়ই সেই সিরিয়াল কিলার ডাক্তারের গল্প শুনে এই মন্তব্য করছেন!!!
সব ক্ষেত্রেই যে ট্রিটমেন্ট এর জন্য আনা হয় তা নয়...... ধরুন উপরের একজনের স্ত্রীকে সেলাই মেশিন দিয়ে তার ইচ্ছা পুরন করে মানসিক শান্তনা দেওয়া হয়েছে এটাও কম কিসে??
বিদেশে তো আপনি ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট ফি দিয়ে আত্মহত্যা করতে পারবেন।
অনেক দেশেই এটা করা যায়, আমি চাই সেই সিষ্টেমও চালু হোক
দেখি ফোরামের ডাক্তার গণ কী বলেন.........
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
মহান আল্লাহ মহান সকলকে ক্ষমা করেন ।
১৭ ০৬-০৬-২০১৩ ১৯:৫০ সর্বশেষ সম্পাদনা করেছেন আউল (০৬-০৬-২০১৩ ১৯:৫০)
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
আল্লাহ সবাই কে শান্তিতে রাখুন, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো
Re: অন্যরকম নিউজ- ...যন্ত্রণাহীন মৃত্যুর কক্ষ উদ্বোধন
আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রনা কম করুন। আমিন