টপিকঃ পোস্ট তৈরির তারিখ প্রদর্শন প্রসংগে
এডমিন ভাই,
প্রতিটি টপিক এর টাইটেল এর সাথেই টপিক টি কবে তৈরি হয়েছিল তা টপিক তালিকা পেইজেই প্রদর্শন করলে ভাল হয়।
তাহলে নতুন টপিক গুলো সহজেই চেনা যাবে...
ধন্যবাদান্তে........
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » পোস্ট তৈরির তারিখ প্রদর্শন প্রসংগে
এডমিন ভাই,
প্রতিটি টপিক এর টাইটেল এর সাথেই টপিক টি কবে তৈরি হয়েছিল তা টপিক তালিকা পেইজেই প্রদর্শন করলে ভাল হয়।
তাহলে নতুন টপিক গুলো সহজেই চেনা যাবে...
ধন্যবাদান্তে........
ভাল পয়েন্ট.... অ্যাডমিনের দৃষ্টি আকর্ষন করছি....
আমার মাথা পুরা গেছে.... ....
আরে!!! ডানদিকেই তো তারিখ দেখায়
ভাল পয়েন্ট.... অ্যাডমিনের দৃষ্টি আকর্ষন করছি....
আমার মাথা পুরা গেছে.... ....
আরে!!! ডানদিকেই তো তারিখ দেখায়
দুঃখিত,
আমি টপিক তৈরির তারিখ এর কথা বলতে চেয়েছি....সর্বশেষ পোস্ট এর তারিখ নয়...:/
সেই সাথে আমি চাই কেউ যেন ইচ্ছা করলে তার সমস্ত পোষ্ট পৃথক ভাবে দেখতে পারে।
মাসুদ করিম:
যে কোন ব্যবহারকারীর সকল পোস্ট পৃথক ভাবে দেখা যায়। এজন্য শুধু ঐ ব্যবহারকারীর পৃষ্ঠায় যেতে হয়।
দুভাবে করা যায়:
ঐ ব্যবহারকারীর যে কোন পোস্টে গিয়ে বামে ব্যবহারকারীর নামের উপরে ক্লিক করবেন। তাতে ঐ ব্যবহারকারীর তথ্যমূলক পৃষ্ঠাতে ঢুকবেন। ঐ পৃষ্ঠার নিচের দিকে সমস্ত পোস্টের একটা যোগসূত্র পাবেন।
অন্যটি হল, ব্যবহারকারীদের তালিকায় গিয়ে, ব্যবহারকারীর নামের উপর ক্লিক করুন... বাকিটুকু একইরকম।
ধন্যবাদ শামীম ভাই,
কিন্তু টপিক তৈরির তারিখ প্রদর্শন এর কি হবে ???
মাসুদ করিম:
যে কোন ব্যবহারকারীর সকল পোস্ট পৃথক ভাবে দেখা যায়। এজন্য শুধু ঐ ব্যবহারকারীর পৃষ্ঠায় যেতে হয়।দুভাবে করা যায়:
ঐ ব্যবহারকারীর যে কোন পোস্টে গিয়ে বামে ব্যবহারকারীর নামের উপরে ক্লিক করবেন। তাতে ঐ ব্যবহারকারীর তথ্যমূলক পৃষ্ঠাতে ঢুকবেন। ঐ পৃষ্ঠার নিচের দিকে সমস্ত পোস্টের একটা যোগসূত্র পাবেন।অন্যটি হল, ব্যবহারকারীদের তালিকায় গিয়ে, ব্যবহারকারীর নামের উপর ক্লিক করুন... বাকিটুকু একইরকম।
ধন্যবাদ, শামীম। তবে একটু দেরীতে বলেছেন। তার আগেই আমি :lol:
আসলে আমি দারুন অলস!
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » পোস্ট তৈরির তারিখ প্রদর্শন প্রসংগে
০.০৩৬৩৫৪০৬৪৯৪১৪০৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৬.৮৬৬৪১০৯১২৯০৭ টি কোয়েরী চলেছে