টপিকঃ আমার চ্যাটে থাকার টাইম টেবল
আজ (২০-ফেব্রুয়ারী) আমি চ্যাটে থাকব ১:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত (বি.ডি. টাইম)
আমার চ্যাট রূমে নাম Shamim অথবা, BiddarJahaj
আশা করি আপনাদের কেউ আসলেই আমাকে পাবেন এই সময়ে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » আমার চ্যাটে থাকার টাইম টেবল
আজ (২০-ফেব্রুয়ারী) আমি চ্যাটে থাকব ১:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত (বি.ডি. টাইম)
আমার চ্যাট রূমে নাম Shamim অথবা, BiddarJahaj
আশা করি আপনাদের কেউ আসলেই আমাকে পাবেন এই সময়ে।
পাইলাম না। অনলাইনে শুধু হাংরি কোডার ছিলেন । ব্রাক্তিগত বার্তা পাঠালাম । উত্তর না পেয়ে ফিরে এলাম।
আরে ভাই, আমরা তো আছি। আমি প্রাইভেট ম্যাসেজ দেখলাম একটু পরে
BiddarJahaj নামে ছিলাম.... আপনাকেও দেখছি... কিন্তু তখন আমার ল্যাবমেটের প্রেজেন্টেশন practice দেখছিলাম.... আগামীকাল ওর ফাইনাল প্রেজেন্টেশন।
যা হোক... আগামীতে থাকলে আবার মেসেজ দেব...এখানেই
ইস আমি মিস্ করছি।
BiddarJahaj নামে ছিলাম.... আপনাকেও দেখছি... কিন্তু তখন আমার ল্যাবমেটের প্রেজেন্টেশন practice দেখছিলাম.... আগামীকাল ওর ফাইনাল প্রেজেন্টেশন।
যা হোক... আগামীতে থাকলে আবার মেসেজ দেব...এখানেই
আচ্ছা তবে পরে দেখা হবে।
আজ ২১শে ফেব্রুয়ারী বেলা ২:১৫ থেকে ৩ টা পর্যন্ত চ্যাটে থাকব Shamim নামে।
আমারে কেউ চিনতে পা রে নাই।
আমার চ্যাটে থাকার কোন টাইম টেবিল নেই। এটা মনের উপর নির্ভর করে। তবে যখন দেথি চ্যাটে কেউ নেই দারুন আসহায় মনে হয়। সত্যি বলছি।
চ্যাটে েক হ নেই। ফাকা রুম।
এই মূহূর্তেও ৩ জন রয়েছে চ্যাট রুমে।
চ্যাট রুমে েম েয় রা না জ েয় ন্ট ক র েল জ েম না।
অবশ্য অ েন ক
েছে েল
েম েয়
েস েজ চ্যাট রুমে ঢুেক
প েড় - সাবধান
চ্যাট এ ঢুকার জন্য একনো কি নতুন করে নিবন্ধন করতে হয় ?????
যদি না হয়, তাহলে অচিরেই আসছি
আজ ১২-জুন-২০০৭ বাংলাদেশ সময় দুপুর ২:৩০ থেকে চ্যাট রূমে আছি... থাকব ঘন্টা দুয়েক আশা করছি।
চ্যাট রুমের কথা যেহেতু এলো.. তো আমার প্রাক্তন আইডিটা দিয়ে ঢুকি...মনে আছে...
raz_mrp
তারপর... কেউ তো..নাই.
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » আমার চ্যাটে থাকার টাইম টেবল
০.০৪৫৮৯৫০৯৯৬৩৯৮৯৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.১৮৭১০৬৯৪১৩৭১ টি কোয়েরী চলেছে