টপিকঃ stockbangladesh EOD CSV ডাউনলোডার
stockbangladesh.com থেকে EOD ডেটা ডাউনলোড করার জন্য একটি ছোট্ট পাইথন স্কৃপ্ট বানালাম:
http://www.4shared.com/file/htaZIBDY/sb_fetch.html
যিপ আর্কাইভটি এক্সট্র্যাক্ট করলে sb_fetch.py নামে একটি পাইথন স্কৃপ্ট পাবেন। উইন্ডোজে স্কৃপ্টটি রান করার জন্য পাইথন ইনস্টল থাকতে হবে। পাইথন না থাকলে এখান ২.৬ ভার্সন ইনস্টল করে নিন।
স্কৃপ্টটি চালানোর আগে sb_fetch.py ফাইলটির কিছু জিনিস এডিট করতে হবে:
# Type your username & password inside the quotes:
USER_NAME = '<YOUR_USERNAME_HERE>'
PASS_WORD = '<YOUR_PASSWORD_HERE>'
# Modify the range of dates for which to fetch data:
DATE_START = date(year=2010, month = 11, day = 1)
DATE_FINISH = date(year=2010, month = 11, day = 25)
<YOUR_USERNAME_HERE> এবং <YOUR_PASSWORD_HERE>-এর জায়গায় আপনার নিজস্ব stockbangladesh.com এ্যাকাউন্টের লগিন নেম/পাসওয়ার্ড দিন (কোটেশন মার্কের ভেতরে)। এছাড়া DATE_START ও DATE_FINISH এডিট করে দরকার মত তারিখ বসান - কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ডেটা ডাউনলোড করতে চান।
এরপর ডস প্রম্পটে sb_fetch.py ফাইলটি রান করুন। EOD ডেটা তারিখ অনুযায়ী CSV ফাইল হিসাবে সেভ হবে। CSV ফাইলগুলো এ্যামিব্রোকার/মেটাস্টক/নিনজাট্রেডারে বা অন্যান্য ট্রেডিং সফটওয়্যারে ইমপোর্ট করা যাবে।