টপিকঃ রঙিন ভুট্টা
ফ্লিকারে বর্ণনা সহ আছে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » রঙিন ভুট্টা
এত সুন্দর ভূট্টা আমি জীবনেও দেখি নাই, বাস্তব বা ছবিতে।
আব্বা-আম্মার হাতে এরকম কালারের তছবিহ দেখতাম।=))=))
আব্বা-আম্মার হাতে এরকম কালারের তছবিহ দেখতাম।=))=))
বিশেষ করে ঐ লালচে কালো ভুট্টাটি=))
ভুট্রার বীজকে কার্নেল বলে। এটার রঙ মুলত জীন (gene)দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন কালারের জীনগুলোর মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে রঙেরও মধ্যে ভিন্নতা হয়। তবে মজার জিনিস হলো এটা মেন্ডেলের বংশগতির সুত্র মেনে চলে না। মেন্ডেলের বংশগতির সুত্র অনুযায়ী জীনগুলো এক একটি বৈশিস্ট্য নিয়ন্ত্রন করে এবং এই জীনগুলো কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্রোমোজমে থাকে। কিন্তু ভুট্রার বেলাতে কার্নেলের রঙ নিয়ন্ত্রনকারী জীনগুলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্রোমোজমে থাকে না বরং নিউক্লিয়াসের বাইরে যেমন মাইটোকন্ড্রিয়াতে থাকে। একে বলে এক্সট্রা-নিউক্লিয়ার ইনহেরিটেন্স। এক্ষত্রে একটা জীন কেবল বৈশিস্ট্য নিয়ন্ত্রন করে না বরং অনেকগুলো জীন (multiple gene) একসাথে কাজ করে এবং প্রত্যেকটির ভুমিকা খুবই সামান্য । এই বিষয়টাকে Quantitative Genetics বলে।
জেনেটিক্সের বিষয়টা আরো জানতে চাইলে দেখুন http://www.carolina.com/category/teache … enetics.do
ভুট্রার আরো রঙ্গিন ছবি দেখতে চাইলে উইকিপিডিয়ার http://en.wikipedia.org/wiki/Cornএই লিঙ্কে যেয়ে দেখতে পারেন।
উইকিপিডিয়ার একটি ছবি শামীম ভাইয়ের তোলা ছবির বেশ কাছাকাছি।
ওরে... তপু ভাই দেখি ফাটাইয়ালাইছে....
![]()
অফটপিকঃ
কই শব্দ তো পাইলাম না...
১১১১ তম পোস্ট ...
১১১১ তম পোস্ট ...
এখন আপনার উচিত একপায়ে দাঁড়িয়ে থাকা=))
শামীম লিখেছেন:ওরে... তপু ভাই দেখি ফাটাইয়ালাইছে....
![]()
অফটপিকঃ
কই শব্দ তো পাইলাম না...১১১১ তম পোস্ট ...
জাপান থেকে বাংলাদেশে পৌছাতেতো কিছুটা সময় লাগবে, তাই না? ধৈর্য ধরে অপেক্ষায় থাকুন। ঠিকই শব্দ শুনতে পাবেন।:lol::lol::lol::lol::lol::lol:
ফ্লিকারে বর্ণনা সহ আছে।
http://farm2.static.flickr.com/1005/754 … 0edc_o.jpg
এই ভূট্টা গুলোকে কি বাংলাদেশে ইমপোর্ট করা যায় কিনা ভেবে দেখা দরকার, কারন এগুলো দিয়ে আমরা অন্তত তসবীহ বিনিয়ে বাজার জাত করতে পারবো।
পুরানা টপিক নিয়ে খুচাখুচি করা ভালো না, তবে এই ছবিখান হঠাৎ গুগলে পেয়ে আমার পুরাতন টপিকটা পাইলাম। নতুন সদস্যগণ অন্ততপক্ষে দেখতে পারেন, আগে আমরা কী বিষয়ে কেমন ভালোচনা করতাম
রকমারি ভুট্টা.........
রংগিন ভুট্টা.
আগে দেখি নাই। এই প্রথম।
ওয়াও দারুনতো শামীম ভাই ও তপু ভাই অসাধারন কিছু দেখিয়েছেন। এমন ভুট্টা প্রথম দেখলাম
অঃটঃ শামীম ভাই এটা ঠিক আগের মত এখন আর আলোচনা হয় না। আমি যখন এই ফোরামে নিবন্ধন করি তখনও অনেক অনেক মজা পাইতাম পোষ্ট করে কিন্তু হঠাত কি যে হল
সুন্দর
জীবনে প্রথম দেখলাম। দারুণ!
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » রঙিন ভুট্টা
০.১৩৩১৭২৯৮৮৮৯১৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৪.০৭২৭৪২৮১৩৭৬৭ টি কোয়েরী চলেছে