টপিকঃ বাগ ফিক্সড
একটা বাগ এতদিন বাঘের বেশেই ফোরামে অবস্থান করছিল। আমি বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু যখন দেখলাম নতুন একজন আমার সামনে বসে, টাইপ করতে যেয়ে এ বাগের শিকার হয়েছে, তখনই এটা সমাধানের চেষ্টা শুরু করলাম। আমার কাছে মনে হয়ে এটির সমাধান হয়েছে। আপনারা পরীক্ষা করে দেখুন এটি আছে কিনা।
সমস্যাটা কি:
১. ধরুন আপনি কোন পোস্টকে কোট করে তার উত্তর দেয়ার জন্য "উক্তি" লিঙ্কে ক্লিক করলেন। তখন পোস্ট করার জন্য যে পেজটি আসবে সেখানে "বার্তা" বক্সে কোন কিছু লেখা শুরু করলেই
[/quote]
এর ] চিহ্নটি মুছে যেত।
২. আবার কোন পোস্ট এডিট করতে গেলেন। যেখানে কার্সর রেখে এডিট শুরু করলেন তার আগের অক্ষরটি মুছে যেত।
অথ্যাৎ কোন কিছু এডিট করতে গেলেই (শুধুমাত্র) বাম পাশের একটা অক্ষর (যদি থাকে) মুছে যেত। হাসিন ভাইয়ে স্ক্রিপ্টগুলো এডিট করে আজকে এটি সমাধান করলাম।
পরীক্ষার ফলাফল জানাতে ভুলবেন না।
ধন্যবাদ।