টপিকঃ চাকুরির খবরের জন্য নতুন ওয়েব পোর্টাল
চাকুরি খোঁজার কাজ আরও সহ ও সাশ্রয়ী করতে চালু হয়েছে নতুন ওয়েব পোর্টাল www.alljobsbd.com. এই ওয়েব এ প্রতিদিনের পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির হুবহু কপি এবং বাংলাদেশীদের জন্য প্রযোজ্য আর্ন্তজাতিক নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যাবে। যা তাৎনিকভাবে প্রিন্ট বা সেভ করা যাবে। এছাড়া এ পোর্টালের বিশেষত্ব হচ্ছে, এখান থেকে সকল ধরনের তথ্য এবং ই-মেইল প্রোভাইডার এর পেজে খুব সহজে যাওয়া যাবে।
তথ্য সার্ভিস এ থাকছে দেশী বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঠিক ওয়েব এড্রেস,ব্যাংক,স্বাস্থ্য, আবহাওয়া, সরকারী ফরম, ভোটার তালিকা, ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য , মার্কেট শেয়ার, দৈনিক পত্রিকা, বিবিসি-সিএনএন সহ এক সমৃদ্ধ তথ্য ভান্ডার। এছাড়াও www.alljobsbd.com এর হোম পেজে মজিলা ফায়ার ফক্স ওয়েব ব্রাউজার ও গুগল ফটো অর্গানাইজারের মতো প্রয়োজনীয় সফটওয়ার ইনষ্টল ও ডাউনলোড করে নেয়ার সুবিধা থাকছে।
বিঃদ্রঃ মডারেটরের পক্ষ থেকে
লেখাটাকে বিজয়ের আসকি ভার্সন থেকে ইউনিকোডে রুপান্তর করে দেওয়া হল এস এম মাহবুব মুর্শেদ ও অরুপ কামালের অনলাইন কনভার্টার দিয়ে। তাৎক্ষনিক ভাবে সাহায্য করার জন্য সেভারাসকে ধন্যবাদ।