টপিকঃ ছবিপোস্ট: পানির জন্য সেতু
ধরুন আপনার দোতলা বাসাটির অবস্থান টলটলে বিশুদ্ধ পানি বিশিষ্ট একটা নদীর ধারে। তবে সেই নদী ধরে ২০০ ফুট উজানে গেলেই প্রায় ৩০ ফুট উঁচু জলপ্রপাতে পৌঁছে যাবেন, যেখান থেকে পানি পড়ে এই নদী তৈরী হয়েছে। এখন বাসায় যদি আপনার পানি সরবরাহের দরকার হয় তবে কোত্থেকে পানি নেবেন?
নদী থেকে নিতে গেলে পানি তোলার পাম্প লাগবে, এটা চালাতে এবং রক্ষণাবেক্ষন করতে যথেষ্ট খরচ হবে। কাজেই সমাধান হবে যদি জলপ্রপাতের উপর থেকে একটা কৃত্রিম নালা লাগিয়ে বাসার ছাদের ট্যাংকে সরাসরি পানি আনার ব্যবস্থা করা। সেই নালা বানাতে একবার খরচ হবে, কিন্তু পাম্প কিনতে হবে না। আর মেরামত বা রক্ষণাবেক্ষণ খরচও পাম্পের চেয়ে অনেক কম হবে।
এই বুদ্ধিটিই অনেক আগে থেকে পৃথিবীতে প্রচলিত। প্রাচীন রোমে শহরে পানি আনার জন্য সরাসরি পাহাড়ের উপরের ঝরনা থেকে উঁচু নালা তৈরী করে আনা হয়েছিলো যার নিদর্শন এখনও বিদ্যমান। পানি = অ্যাকোয়া আর নালা = ডাক্ট (duct) থেকে এর নাম হয়েছিলো অ্যাকোয়াডাক্ট।
ছবি দেখুন: (ক্লিক করলে বড় হবে)
এই ছবিটা ভারতের: (ক্লিক করলে বড় হবে)
কৃষিকাজের জন্য পানি সরবরাহের খালগুলোও এমন জমি থেকে উঁচুতে থাকতে হয়। কখনও কখনও এই খালগুলো এর জন্য পানি অপসারণ খালের উপর দিয়ে এভাবে যেতে পারে। রোমের অ্যাকোয়াডাক্টগুলোও সেচের পানি আনতো।
তবে যে জন্য এই টপিক করলাম সেটা আরও মজার। জার্মানীতে ২০০৩ সালে একটা বিরাট পানির সেতু তৈরী হয়। এটা দুটি লেককে যুক্ত করার জন্য করা হয়েছিলো।
ছবি: (ক্লিক করলে বড় হবে)
সূত্র:
উইকিপিডিয়া-১
উইকিপিডিয়া-২
এবং ছবিগুলোতে ক্লিক করলে মূল সূত্রে যাওয়া যাবে।