টপিকঃ ধুর ওয়ারিদ
ওয়ারিদ রে আপাতত ফালতু মনে হচ্ছে। ওরা মিসকল অ্যালার্ট সার্ভিস চালু করছে আমি অ্যাক্টিভেট করলাম দেখি কাজ করে না। ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস অ্যাক্টিভেত করলাম দেখি কাজ করে না। অবশেষে কাস্টমার কেয়ারে ফোন করলাম তারা বলে মিসকল অ্যালার্ট সার্ভিস চাল হতে ১মাস লাগবে। ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস আপাতত বন্ধ আছে। আমি বললাম তাইলে এগুলো অ্যাক্টিভেট করিয়ে আমাদের টাকা খরচ করাচ্ছেন কেন সে বলে এখন করে রাখলে পরে আর লাগবে না।
ওয়ারিদ হল খালি কলসি তাই বাজে বেশি।