টপিকঃ জাভা ভিত্তিক ট্রোজান ভাইরাসের কবলে ম্যাক+উইন্ডোজ

"এইখানে বাস করেন করেন এক জীর্ণ-ক্লান্ত বৃদ্ধ নাবিক,
জীবন নামক সমুদ্র থেকে যিনি বহু আগেই হারিয়ে গিয়েছিলেন"

Re: জাভা ভিত্তিক ট্রোজান ভাইরাসের কবলে ম্যাক+উইন্ডোজ

ধন্যবাদ।
জাভা ভিত্তিক ভাইরাস, তার মানে সিমবিয়ান ওএস কে এটাক করতে পারে।
আমার একটা নোকিয়া ৫৫৩০ কয়েকদিন যাবৎ নেট ব্রাউজ করা যাচ্ছে না। ব্রাউজারে ট্যাপ করলে ওপেন হয় এবং সাথে সাথে ক্লোজ হয়ে যায়। ব্রাউজার বেজড সব সাভির্সের ও একই অবস্থা। এই ফোন দিয়ে বেশিরভাগ সময় ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করা হতো।
এর থেকে মুক্তির উপায় কি?

Re: জাভা ভিত্তিক ট্রোজান ভাইরাসের কবলে ম্যাক+উইন্ডোজ

ক্রসপ্লার্টফর্ম? তাহলে এই জিনিস লিনাক্সে আক্রমণ করবে কি?

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত