টপিকঃ 21-2006
একুশ-২০০৭
' অ '- দিয়ে শুরু এই বর্ণগুলোর
সীমা-পরিসীমা অজানা
'আ '- তে আপ্লুত মোরা সবাই ভীষণ
শব্দে মেলে ধরি আকাশে ডানা !
' ঁ '- তে শেষ মানে এরা সবাই হল
একেকটি চাঁদের কণা
রক্ত স্রোত যে আলোয় রাঙিয়ে
বাঁচছে প্রতিটি বাঙালী -জনা
আমরা শুরু থেকে শেষ
সবাই বলি
ভুলবনা, কখনও ভুলবনা -
হে প্রাণের উচ্ছ্বাস-কণা
বেঁচে থাকো, থাকো অমলিন অনন্ত
মাথা নুইয়ে আছি -
সব জনা