Re: ১০০ সম্মাননা
অভিনন্দন শান্ত বালক এবং বাবুকস ভাইয়াকে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » ১০০ সম্মাননা
অভিনন্দন শান্ত বালক এবং বাবুকস ভাইয়াকে।
ইলিয়াস ভায়ের সম্মাননা ৯৪ আর রুমন ভায়ের ৯৩। আশা করি খুব শিগ্রই এইদুজন সেঞ্চুরীয়ান হয়ে যাবেন।
আজ হঠাত দেখলাম মোস্ট রেপুটেশনে আমার অবস্থান ১৪তম।
সম্মাননায় সেন্চুরী করায় অভিনন্দন
ইলিয়াস ভাইকে।
--------
--------
---------
--------
ইলিয়াস ভাই ১০০ মারছে রেপুতে, একটু নাইচা লই.....
অভিনন্দন ডেডলক ভাইকে
সবাইকে ধন্যবাদ, আমাকে অভিনন্দন জানানোয়। সেই সাথে ধন্যবাদ সব রেপুদাতাকে যারা আমাকে রেপু প্রদান করে এই অবস্থানে এনেছেন।
বিশেষ ধন্যবাদ আমাকে প্রথম রেপু প্রদান কারী মাইনুল ইসলাম নিপু ভাইকে। যাকে ইদানিং ফোরামে খুব কম পাই।
সম্মাননায় সেন্চুরী করায় অভিনন্দন
বোরহান ভাইকে।
--------
--------
---------
--------
শান্ত বালক ও সোহেন ভাইকে ধন্যবাদ ।
এই টপিকটি খুঁজছিলাম বোরহান ভাইকে অভিনন্দন জানানোর জন্য।
অভিনন্দন বোরহান ভাইয়া।
শততম রেপুটা কিন্তু আমিই দেয়ে ছিলাম , এটা অবশ্য আমার হতো না ...যদিনা শীতল ভাইয়া মাঝখান থেকে একটু রেপু গেঁথে না দিতেন।
শান্ত বালক ও সোহেন ভাইকে ধন্যবাদ ।
![]()
সোহেন ভাই এখনো শুভেচ্ছা জানাইতে পারে নাই তো।।। মাত্র দেখলো, ফুল রেডি করতাছে খারান।
বোরহান ভাই, সম্মাননার হান্ড্রেড ক্লাবে নাম ওঠানোয় অভিনন্দন !!
সামনে ডাবল হান্ড্রেডটা আশা করি আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর দর্শক সারি থেকে উৎসাহ উদ্দীপনা আর হাততালি দেয়ার জন্য আমরা তো আছিই।
অনেক দিন ভালো কোন পোষ্ট করা হয় না। ২০১১ সালেও মনে হয় ১০০ পুরবে না। সেঞ্চুরীয়ানদের সবাইকে অভিনন্দন।
সেলিম রাজ কে অভিন্দন সম্মাননার হাফ সেঞ্চুরী পূরণ করার জন্য
।
টপিকটি স্টিকি হতে নামিয়ে দেওয়া হয়েছে কেন ?
সেলিম রাজ কে অভিন্দন সম্মাননার হাফ সেঞ্চুরী পূরণ করার জন্য
![]()
![]()
![]()
।
টপিকটি স্টিকি হতে নামিয়ে দেওয়া হয়েছে কেন ?
ধন্যবাদ আপনাকে।
আহমাদ মুজতবা
* প্রজন্ম গুরু
* অফলাইন* থেকেঃ CreepyyStreet
* নিবন্ধিতঃ 03-10-2007
* পোস্টঃ ৩৪৩৮
* সম্মাননা: সম্মাননা + ১০০ সম্মাননা -
সম্মাননায় সেন্চুরী করায় অভিনন্দন
আহমাদ মুজতবা ভাইকে।
---------
---------
---------
---------
মুজ্জি কে অভিনন্দন।
সকল সেঞ্চুরিয়ানদের অভিনন্দন!
আফসোস এখনো হাফ সেঞ্চুরীই করতে পারলাম না।
তবে ভালো কিছু টপিক পোস্ট করার
যার ফলে হয়তো আমিও হব...
প্রজন্ম ফোরাম » বিবিধ » ১০০ সম্মাননা
০.০৭৩২৩৭১৮০৭০৯৮৩৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.১৩৬৯৮০৫৮৭৮৬৬ টি কোয়েরী চলেছে