Re: ১০০ সম্মাননা
বাহ্, একই দলের তিনজন শতক হাঁকিয়েছেন। আরেকজনও দোরগোড়ায়। দ্যাখেন, আবার নার্ভাস নাইনটি-র ব্যাডপ্যাচে না পড়লেই হয়। অভিনন্দন সব্বাইকে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » ১০০ সম্মাননা
বাহ্, একই দলের তিনজন শতক হাঁকিয়েছেন। আরেকজনও দোরগোড়ায়। দ্যাখেন, আবার নার্ভাস নাইনটি-র ব্যাডপ্যাচে না পড়লেই হয়। অভিনন্দন সব্বাইকে।
এতো সেঞ্চুরিয়ানদের দেখে ভালোই লাগছে। আশা করি আমিও একদিন সেঞ্চুরি করে ফেলবো। পরীক্ষার জন্য আপাতত পোস্ট করা বন্ধ রাখতে হয়েছে। ততদিন পর্যন্ত নার্ভাস নাইন্টিতে থাকছি।
এতো সেঞ্চুরিয়ানদের দেখে ভালোই লাগছে। আশা করি আমিও একদিন সেঞ্চুরি করে ফেলবো। পরীক্ষার জন্য আপাতত পোস্ট করা বন্ধ রাখতে হয়েছে। ততদিন পর্যন্ত নার্ভাস নাইন্টিতে থাকছি।
আর মাত্র দুইটা পোস্ট দূরে আছেন প্রজন্মগুরু হতে । প্রজন্মগুরু হয়ে গেলে আশা করি সম্মাননার বৃষ্টিতে ভাসবেন।
babuks লিখেছেন:এতো সেঞ্চুরিয়ানদের দেখে ভালোই লাগছে। আশা করি আমিও একদিন সেঞ্চুরি করে ফেলবো। পরীক্ষার জন্য আপাতত পোস্ট করা বন্ধ রাখতে হয়েছে। ততদিন পর্যন্ত নার্ভাস নাইন্টিতে থাকছি।
আর মাত্র দুইটা পোস্ট দূরে আছেন প্রজন্মগুরু হতে । প্রজন্মগুরু হয়ে গেলে আশা করি সম্মাননার বৃষ্টিতে ভাসবেন।
দুইটার জন্যই জানাই অগ্রীম শুভেচ্ছা।
অভিনন্দন ডেডলক ও সারোয়ার ভাইয়া কে
সম্মাননায় সেঞ্চুরী করায় অভিনন্দন
babuks ভাইকে।
----------
---------
----------
---------
অবশেষে আমাদের আগের টিম সেঞ্চুরী পূর্ন করলো। এই টিমে নতুন যোগ হলেন ইলিয়াস ভাই যার বর্তমান সম্মাননা ৯০। ইলিয়াস ভাইয়ের সেঞ্চুরী দেখার অপেক্ষায় রইলাম।
যারা সম্মাননায় সেঞ্চুরী করবেন এই টপিকে পর্যায়ক্রমে তাদের শুভেচ্ছা জানানো হবে। তাই এই টপিকটা স্টিকি করতে এডমিন/মডারেটর ভাইদের অনুরোধ করছি।
@babuks
কে অভিন্দন সম্মাননার সেঞ্চুরী ক্লাবে যোগ দেবার জন্য ।
ইন্টারেস্টিং ফিগার, ১৫০০ পোস্টে ১০০ সম্মাননা (এ পোস্ট লেখার সময় ওনার প্রোফাইলের ফ্যাক্টস এন্ড ফিগার অনুযায়ী)। অর্থাৎ, প্রতি ১৫টি পোস্টে ১টি সম্মাননা পেয়েছেন ২০০৮ সালের ১লা ডিসেম্বরে নিবন্ধিত হওয়া পুরানা পল্টনের এই চৌকষ ফোরামিক। অভিনন্দন তাঁকে।
সম্মাননায় চেনচুরী করায় বাবুকস ভাইকে অভিনন্দন।
হে হে হে babuks ভাইয়ের ১০০তম সন্মাননা আমি দিছি । অভিনন্দন babuks ভাইকে
।
দ্যা ডেডলক লিখেছেন:আর মাত্র দুইটা পোস্ট দূরে আছেন প্রজন্মগুরু হতে । প্রজন্মগুরু হয়ে গেলে আশা করি সম্মাননার বৃষ্টিতে ভাসবেন।
দুইটার জন্যই জানাই অগ্রীম শুভেচ্ছা।
অপেক্ষার পালা শেষ....
স্টিকি করার জন্য মডুদের ধন্যবাদ আর এই টপিকটি "বিবিধ" বিভাগ হতে সরিয়ে "বটগাছ" উপ-বিভাগে সরিয়ে নেওয়া যেতে পারে।
@সারিম
কে অভিন্দন সম্মাননার হাফ-সেঞ্চুরী ক্লাবে যোগ দেবার জন্য ।
ইন্টারেস্টিং ফিগার, ১৫০০ পোস্টে ১০০ সম্মাননা (এ পোস্ট লেখার সময় ওনার প্রোফাইলের ফ্যাক্টস এন্ড ফিগার অনুযায়ী)। অর্থাৎ, প্রতি ১৫টি পোস্টে ১টি সম্মাননা পেয়েছেন ২০০৮ সালের ১লা ডিসেম্বরে নিবন্ধিত হওয়া পুরানা পল্টনের এই চৌকষ ফোরামিক। অভিনন্দন তাঁকে।
সবচেয়ে দারুণ স্ট্রাইক রেট আমাদের শোহেন ভাইয়ের (মরুভূমির জলদস্যু)। ৯০০ পোস্টও করেননি, সম্মাননা ১০০ ছাড়িয়ে গেছে। কারণ হিসেবে বলতে পারি প্রায়ই ইউনিক কিছু শেয়ার করার অদম্য আগ্রহ তার মধ্যে রয়েছে।
সবচেয়ে দারুণ স্ট্রাইক রেট আমাদের শোহেন ভাইয়ের (মরুভূমির জলদস্যু)। ৯০০ পোস্টও করেননি, সম্মাননা ১০০ ছাড়িয়ে গেছে। কারণ হিসেবে বলতে পারি প্রায়ই ইউনিক কিছু শেয়ার করার অদম্য আগ্রহ তার মধ্যে রয়েছে।
আমি তাহলে পাক্কা টেষ্ট খেলোয়ার ।
আমি হাফ সেন্চুরিতে অবস্থান করতেছি।
অভিনন্দন
জেলাল লিখেছেন:ইন্টারেস্টিং ফিগার, ১৫০০ পোস্টে ১০০ সম্মাননা (এ পোস্ট লেখার সময় ওনার প্রোফাইলের ফ্যাক্টস এন্ড ফিগার অনুযায়ী)। অর্থাৎ, প্রতি ১৫টি পোস্টে ১টি সম্মাননা পেয়েছেন ২০০৮ সালের ১লা ডিসেম্বরে নিবন্ধিত হওয়া পুরানা পল্টনের এই চৌকষ ফোরামিক। অভিনন্দন তাঁকে।
সবচেয়ে দারুণ স্ট্রাইক রেট আমাদের শোহেন ভাইয়ের (মরুভূমির জলদস্যু)। ৯০০ পোস্টও করেননি, সম্মাননা ১০০ ছাড়িয়ে গেছে। কারণ হিসেবে বলতে পারি প্রায়ই ইউনিক কিছু শেয়ার করার অদম্য আগ্রহ তার মধ্যে রয়েছে।
ধন্যবাদ আপনাকে, আমার পোস্টগুলিকে এতো গুরুত্ব দেয়ার জন্য।
আজ একটি টপিক ছিলো আমার "বুধ গ্রহ" নিয়ে, এটাতে অলরেডি ৪টি + পেয়ে আমার স্কর এখন ১০৭। আশা করি আপনাদের সামনে আরো কিছু ভালো টপিক উপস্থাপন করলেই মোস্ট রেপুটেটের তালিকাতে নাম উঠে যাবে।
আর একটি কথা, আমি অবাক হয়ে গেছি এই টপিকটি স্টিকি হয়ে গেছে দেখে, অস্বীকার করবো না ভালোও লাগছে খুব।
মুডুদের অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সকলে.......
প্রজন্ম ফোরাম » বিবিধ » ১০০ সম্মাননা
০.০৭৩৮২৩২১৩৫৭৭২৭১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.৩৪৯৭২৫২৮৪৭৬৯ টি কোয়েরী চলেছে