টপিকঃ সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

আমরা প্রতিদিন পড়াশোনাসহ বিভিন্ন কাজে বাংলা টু ইংরেজী ডিকশনারীর প্রয়োজন হয়। বিভিন্ন ডিজিটাল ডিকশনারী দিয়ে আমরা এই প্রয়োজনগুলো মিটিয়ে থাকি। কিন্তু কোন ডিকশনারীই স্বয়ংসম্পূর্ন নয়। আমরা বিভিন্ন ফোরামে প্রতিদিন আসি এবং এখানে অনেক রেজিস্ট্রার্ড মেম্বার রয়েছে, এদের মধ্যে আছে প্রোগামার, ওয়েবপেজ ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। আমি চাচ্ছি আমরা এই সব রকমের মানুষের সমন্বয়ে একটি প্রজেক্ট হাতে নিতে। প্রজেক্টটি হবে ডিজিটাল ডিকশনারী বিষয়ক, আমি এতদিন এতগুলো বাংলা ডিকশনারী পেয়েছি কিন্তু কোনটিই আমার পুরোপুরি ভাল লাগেনি কারন, হয় ওয়ার্ড সার্চিং পদ্ধতি (বানান সঠিক না হলে আসে না) খারাপ নয়ত, ওয়ার্ড নেই। একটি সুন্দর বাংলা অভিধান তৈরি করা এজন্য অতি জরূরী হয়ে পরেছে। এখানে প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভলপারম অনেকেই আছেন, আমরা সবাই মিলে একটি অভিধান তৈরি করতে বেশিদিন লাগার কথা না। অভিধানের সবচেয়ে কঠিন কাজ হল এন্ট্রি দেওয়া(আমি তো তাই জানি ভিবিতে দেখেছি) আমরা যারা ফোরামে এসে কোন কাজ পাই না, এরকম সবাই যদি প্রতিদিন একটু করে এন্টি দেই তাহলেই কিন্তু দ্রুত কাজ শেষ হয়ে যায়। প্রজন্ম, রংমহল, আমাদের প্রযুক্তি এসব ফোরামে অনেক মেম্বার আছে সবাই না পারি, ৫০ জনও যদি  প্রতিদিন ১৫ টা করে ওয়ার্ড এন্ট্রি দেই তাহলেই কিন্তু খুব তারাতারি কাজ শেষ হয়ে যাবে। আশাকরি আমার এই প্রস্তাবনা সবাই গুরুত্বের সাথে নিবেন এবং প্রোগ্রামার যারা আছেন তারা খুব দ্রুত কাজে হাত দিবেন।


প্রজেক্ট এর একটি ধারনা সর্বসম্মতিক্রমে সংযোজন বিয়োজন করা যেতে পারে।
১।  প্রথমে একটি কমিটি গঠন করা হবে।
২। প্রোগ্রামাররা প্রোগ্রামটিকে দাড় করাবেন কম্পিউটার এবং মোবাইল প্লাটফর্মের জন্য।
কম্পিউটারে লিনাক্সে এবং উইন্ডোজে চলে এভাবে বানানো যেতে পারে।
৩। ওযেব পেজ ডেভলপাররা এটিকে ওয়েব ডিকশনারীতে রুপান্তর করবেন।
৪। গ্রাফিক্ট ডিজাইনাররা এপ্লিকেশনটির জন্য থিম আইকন ইত্যাদি তৈরি করবেন।
৫। আমরা যারা কিছু পারি না তারা প্রতি দিন ডাটা এন্ট্রি দিবে শব্দগুলো।

এই প্রজেক্ট এর জন্য আমি খাটতে রাজি আছি আর কে কে খাটতে রাজি আছেন তারা দয়া করে জানান।
এই প্রজেক্ট এর জন্য সবার মতামত আশা করছি।
ধন্যবাদ।

আশিফ শাহো'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

ভাল প্রস্তাব। সাড়া পাওয়া গেলে অনলাইন ইনপুট সিস্টেম আমি বানিয়ে দেব। সর্বপ্রথমে ইনপুটটাই দরকার। ব্যবহারের সফটওয়্যার যে কেউ-ই বানাতে পারবে, যখন খুশি।

অর্থাৎ, এ ধরণের কাজে ডাটা থাকাটাই মূল। সেটা থাকলে ইন্টারফেসের কোন অভাব হবে না।

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

আমি রাজি আছি। প্রতিদিন ১০/১২ টা করে শব্দ যোগ করা ব্যাপার না  thumbs_up thumbs_up

....

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

শিমুল১৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

কিঞ্চিত অফটপিকঃ
সিনেমা দেখার সময় বা বই পড়ার সময় বা অনলাইনে পড়ার সময় আমরা প্রচুর শব্দ শিখি কিন্তু পরে সেগুলো ভুলে যাই। সেজন্যই প্রজন্ম টুলবাের ইতিমধ্যেই একটি নতুন আইকন যুক্ত হয়েছে যা আপনার শেখা শব্দের তালিকা রাখবে এবং মাঝে মধ্যেই আপনাকে সেগুলো শিখিয়ে দেবে। আবার কেউ শব্দার্থ জানতে চাইলেও এটার মাধ্যমে জানা যাবে। ডেটাবেজটি ওয়েব সার্ভিসের মাধ্যমে ক্রস সাইট করার ইচ্ছে আছে। শেষ হলেই বিস্তারিত জানানো হবে।

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

ভালো প্রস্তাব। তবে গুগল ডিকশনারিতেও কিন্তু বাংলা যুক্ত হয়েছে। যদি সেটার হেল্প পাওয়া যেত তাহলে খারাপ হত না।
কারিগরী সহযোগিতা প্রয়োজন হলে আমিও লাইনে দাড়াইলাম।

@রাজু ভাই, ডেডিকেটেড একটা ব্যবস্থা হলে ভালো হয় । আর আমার প্রজন্ম বার আসে না কেন ? কোনমতেই এনাবল করতে পারছি না

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

আমি আছি। এন্ট্রি করতে পারব।
বড়রা একটা ইনপুট সিস্টেম বানিয়ে দিন। আমরা এন্ট্রি করা শুরু করে দেই।
বেশিদিন লাগার কথা না, কারণ সবাই যারযার প্রয়োজনেই কাজ করবে।

একটা আজাইরা পরামর্শঃ ওয়েববেজ করার পাশাপাশি যদি চ্যাটবটের মত করা যায়, তাহলে সবচেয়ে ভাল হবে। কোন কিছু ইন্সটল করা ছাড়াই যে কোন প্ল্যাটফর্ম থেকে একসেস করা যাবে।

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন আশিফ শাহো (২১-১০-২০১০ ২৩:১২)

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

১১

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

আমি আছি। এন্ট্রি করতে পারব।

১২

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

শিমুল১৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৩

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

ভাল প্রস্তাব আমরা রাজি.....

Blood group = O+ 
কিভাবে ভাল হওয়া যায়?  হিংষা মানুষকে পশু বানায় , লোভ বানায় অন্ধ।
ম্যানপাওয়ার করে বিদেশে যান বৈধ ভাবে এর জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে।

১৪

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

১৫

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

অতিমাত্রায় সুন্দর একটি প্রস্তাবের জন্য আশিফ শাহোকে ধন্যবাদ। thumbs_up

আমিও আমার সাধ্যমত সাহায্য করব।

You Dont use windows.
    Windows Use you.
that's why i choose Linux ;-)

১৬

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

১৭

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৮

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

Shahanur79'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

চমতকার একটি প্রস্তাবনা রাখার জন্য আশিফ শাহোকে ধন্যবাদ। সাথে আছি,কিছু করতে না পারি সমর্থনটাতো দিতে পারব।

২০

Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা

ভাই ডিকশনারিতো অনেক আছে। একটা ট্রান্সলেশন সাইট বানানো দরকার খুবই sad