টপিকঃ সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা
আমরা প্রতিদিন পড়াশোনাসহ বিভিন্ন কাজে বাংলা টু ইংরেজী ডিকশনারীর প্রয়োজন হয়। বিভিন্ন ডিজিটাল ডিকশনারী দিয়ে আমরা এই প্রয়োজনগুলো মিটিয়ে থাকি। কিন্তু কোন ডিকশনারীই স্বয়ংসম্পূর্ন নয়। আমরা বিভিন্ন ফোরামে প্রতিদিন আসি এবং এখানে অনেক রেজিস্ট্রার্ড মেম্বার রয়েছে, এদের মধ্যে আছে প্রোগামার, ওয়েবপেজ ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। আমি চাচ্ছি আমরা এই সব রকমের মানুষের সমন্বয়ে একটি প্রজেক্ট হাতে নিতে। প্রজেক্টটি হবে ডিজিটাল ডিকশনারী বিষয়ক, আমি এতদিন এতগুলো বাংলা ডিকশনারী পেয়েছি কিন্তু কোনটিই আমার পুরোপুরি ভাল লাগেনি কারন, হয় ওয়ার্ড সার্চিং পদ্ধতি (বানান সঠিক না হলে আসে না) খারাপ নয়ত, ওয়ার্ড নেই। একটি সুন্দর বাংলা অভিধান তৈরি করা এজন্য অতি জরূরী হয়ে পরেছে। এখানে প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভলপারম অনেকেই আছেন, আমরা সবাই মিলে একটি অভিধান তৈরি করতে বেশিদিন লাগার কথা না। অভিধানের সবচেয়ে কঠিন কাজ হল এন্ট্রি দেওয়া(আমি তো তাই জানি ভিবিতে দেখেছি) আমরা যারা ফোরামে এসে কোন কাজ পাই না, এরকম সবাই যদি প্রতিদিন একটু করে এন্টি দেই তাহলেই কিন্তু দ্রুত কাজ শেষ হয়ে যায়। প্রজন্ম, রংমহল, আমাদের প্রযুক্তি এসব ফোরামে অনেক মেম্বার আছে সবাই না পারি, ৫০ জনও যদি প্রতিদিন ১৫ টা করে ওয়ার্ড এন্ট্রি দেই তাহলেই কিন্তু খুব তারাতারি কাজ শেষ হয়ে যাবে। আশাকরি আমার এই প্রস্তাবনা সবাই গুরুত্বের সাথে নিবেন এবং প্রোগ্রামার যারা আছেন তারা খুব দ্রুত কাজে হাত দিবেন।
প্রজেক্ট এর একটি ধারনা সর্বসম্মতিক্রমে সংযোজন বিয়োজন করা যেতে পারে।
১। প্রথমে একটি কমিটি গঠন করা হবে।
২। প্রোগ্রামাররা প্রোগ্রামটিকে দাড় করাবেন কম্পিউটার এবং মোবাইল প্লাটফর্মের জন্য।
কম্পিউটারে লিনাক্সে এবং উইন্ডোজে চলে এভাবে বানানো যেতে পারে।
৩। ওযেব পেজ ডেভলপাররা এটিকে ওয়েব ডিকশনারীতে রুপান্তর করবেন।
৪। গ্রাফিক্ট ডিজাইনাররা এপ্লিকেশনটির জন্য থিম আইকন ইত্যাদি তৈরি করবেন।
৫। আমরা যারা কিছু পারি না তারা প্রতি দিন ডাটা এন্ট্রি দিবে শব্দগুলো।
এই প্রজেক্ট এর জন্য আমি খাটতে রাজি আছি আর কে কে খাটতে রাজি আছেন তারা দয়া করে জানান।
এই প্রজেক্ট এর জন্য সবার মতামত আশা করছি।
ধন্যবাদ।