Re: সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা
পাইকিউট এর ডাউনলোড লিঙ্ক টি কাজ করছে না। এটি কী চলবে?
আমিও যুক্ত থাকতে চাই, তবে বাংলা ডিক্শনারি কোনটা ফলো করব এটি আগে থেকে বলে দিয়েন,।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা
পাইকিউট এর ডাউনলোড লিঙ্ক টি কাজ করছে না। এটি কী চলবে?
আমিও যুক্ত থাকতে চাই, তবে বাংলা ডিক্শনারি কোনটা ফলো করব এটি আগে থেকে বলে দিয়েন,।
Nice step. Go ahead. Thanks.
দাড় করান আমি আছি।
ভাই আমি ১০০% রাজি আছি। তবে আগেই বলে রাখি আমি শুধু ভালো গ্রাফিক্স ডিজাইন ও ওফিস প্যাকেজ এবং ভালো কম্পোজ পারি। ওডেক্স এ কাজ করতে আগ্রহী। যে কোন শর্তে অনলাইনে আয় করা শিখতে চাই। এখন বলুন, আমি যদি আপনার কোন কাজে আসতে পারি তাহলে বলুন আমি তা অবরশ্যই করব।
ভা ওডেক্স এ কাজ করতে আগ্রহী।।
তাহলে এই টপিকে লাফালাফি করছেন কেন ? সবাই কে সাহায্য করতে চাইলে গুগল ট্রান্সলেশন নিয়ে ডাটা ইনপুট দিতে পারেন।
যেহতু এই প্রজেক্ট ডেড। যারা এই প্রজেক্টে কাজ করেছেন। তারা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
সবাই কে সাহায্য করতে চাইলে গুগল ট্রান্সলেশন নিয়ে ডাটা ইনপুট দিতে পারেন। যেহতু এই প্রজেক্ট ডেড। যারা এই প্রজেক্টে কাজ করেছেন। তারা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
এই প্রকল্পে যে তথ্যটা ইনপুট দেয়া হবে সেটা আজ হোক কাল হোক সবার জন্য উন্মুক্ত থাকছে। চাইলে যে কেউ এটাকে এগিয়ে নিতে পারবেন। পক্ষান্তরে গুগলের এই সংক্রান্ত করপাসটাই লুকায়িত বা গুগল ব্যতীত আর কারোর জন্যে নয়।
শাহো, নাসিম ভাই, আরাফাত ভাই, রাজু দা আবারো কি ফোরামে একটু ঝাঁকি দেয়া যায় এই প্রকল্পটা নিয়ে? হয়তোবা এখন আর আগের মতো এটা পড়ে থাকবে না।
ফোরাম মডুদের প্রতি অনুরোধ থাকবে পোষ্টটাকে স্টিকি করার যাতে করে নবীনেরা টপিকটাতে একবারের জন্যে হলেও ঢুঁ মারতে উৎসাহিত হন।
প্রজেক্টের শেষ পরিনিত কি হয়েছিল?
ডেটাবেজটা কতটুকু এগিয়েছিল?
কিছুই হয় নাই, তবে এখন কাজটা সহজে করা যায়, বাংলা শব্দের লিস্ট কালেক্ট করে গুগল ট্রানস্লেটরে লেলিয়ে দিলেই কাজ শেষ :3 ট্রাই মারলে মনেহয় আমিই করতে পারবো কার্ল করে বাট জিনিসটা কি কাজে লাগবে সেটাই শিওর না
কিছুই হয় নাই, তবে এখন কাজটা সহজে করা যায়, বাংলা শব্দের লিস্ট কালেক্ট করে গুগল ট্রানস্লেটরে লেলিয়ে দিলেই কাজ শেষ :3 ট্রাই মারলে মনেহয় আমিই করতে পারবো কার্ল করে বাট জিনিসটা কি কাজে লাগবে সেটাই শিওর না
তা করা যায়। কিন্তু গুগল ট্রান্সিলেটরইতো ভুলে ভরা।
তখনকার উদ্দোগটা সফল হলে বেশ নির্ভুল ডেটাবেজ পাওয়া যেত।
আচ্ছা আশিফ ভাই, একটা ধারনা দিন। ফ্রিল্যান্স সাইটগুলোতে বাংলা ডেটা এন্ট্রির জন্য আজকাল কেমন চার্জ করে? মানে ধরুন জবটা এমন যে একই স্ক্রীনে বাংলা লেখার ছবি দেখে পাশের টেক্সট বক্সে বাংলা টাইপ করতে হবে। অনেকটা ক্যাপচা পুরনের মত। প্রতি ক্যাপচায় এক থেকে একাধিক শব্দ থাকবে ধরুন গড়ে ৩ শব্দ। টাইপ করে এন্টার করলে সংক্রিয় ভাবে নতুন শব্দ চলে আসবে। এমন করে ৫০ হাজার শব্দ মানে সর্বোমট দেড়লাখ শব্দ টাইপ করতে কত খরচ হতে পারে?
এমন করে ৫০ হাজার শব্দ মানে সর্বোমট দেড়লাখ শব্দ টাইপ করতে কত খরচ হতে পারে?
২০ টাকা - ২০ টাকা ঘন্টাতেও লোক পাবেন, ডাটা এন্ট্রিতে টাকাটুকা কমই লাগে।
৫ সেকেন্ডে যদি একটা সেট করতে পারে (তিনটা আরকি) তাহলে ২০০ ঘন্টার কিছু বেশি লাগে দের লাখ শব্দ শেষ করতে, ধরলাম ২৫০ ঘন্টা লাগবে, ২০ টাকা ঘন্টা হলে ৫০০০ টাকা লাগে।
ভালইতো ক্রাউডফান্ডিং করেই তো কাজ শেষ করে ফেলা যায়
আমার এই কাজের জন্য স্ক্রিপ্ট লেখা আছে। http://onlinedictionary24.com/ এর ডাটা গ্রাবিং সিস্টেম অটোমেটিক, এর গ্রাবিং সিস্টেম আমার লেখা.
৫ সেকেন্ডে যদি একটা সেট করতে পারে (তিনটা আরকি) তাহলে ২০০ ঘন্টার কিছু বেশি লাগে দের লাখ শব্দ শেষ করতে, ধরলাম ২৫০ ঘন্টা লাগবে, ২০ টাকা ঘন্টা হলে ৫০০০ টাকা লাগে।
ধন্যাবদ।
হুমম। খরচটা কম'ই। নির্ভুলতা কতটুকু হবে সেটাই ভাবার বিষয়।
আমার এই কাজের জন্য স্ক্রিপ্ট লেখা আছে। http://onlinedictionary24.com/ এর ডাটা গ্রাবিং সিস্টেম অটোমেটিক, এর গ্রাবিং সিস্টেম আমার লেখা.
গুগল থেকে স্ক্রেপ করা আর নিজেদের ডেটাবেজ থাকা এক কথা নয়। তাছাড়া গুনগত মানও বাংলা একাডেমির ডিকশিনারির মত নয়।
বাংলা একাডেমির ডিকশিনারিটা স্কেন করাই বোধহয় শেষ ভাল কিছু করা হয়েছে। যদিও সেটা করা হয়েছে এক যুগ আগে। ২০০৩ এ একটা বাংলা ডিকশিনারী সিডি কিনেছিলাম, "আল হেরা" না কি প্রকাশনা ঠিক মনেনেই... ডেটা ফোল্ডারে হাজার কুড়ি ইমেজ... সেই জিনিশ, শেয়ালের দশ বাচ্চা দেখানোর মত যায়গায় যায়গায় দেখানো হয়... নতুন কিছু আর এলো না।
বাংলা একডেমি নিজ থেকে কেন ডিটিটাল ভার্সন উন্মুক্ত করছে না বুঝতে পারছি না।
আমার এই কাজের জন্য স্ক্রিপ্ট লেখা আছে। http://onlinedictionary24.com/ এর ডাটা গ্রাবিং সিস্টেম অটোমেটিক, এর গ্রাবিং সিস্টেম আমার লেখা.
ভেঙ্গেচুরে গেছে মনেহচ্ছে। উপরে দেখি ডাম্প করা ইনফো দেখাচ্ছে।
ওটা আমার ব্যাপার না , ওদের হোস্টিং এর সমস্যা + সাইট আমার করা না
২০ টাকা - ২০ টাকা ঘন্টাতেও লোক পাবেন, ডাটা এন্ট্রিতে টাকাটুকা কমই লাগে।
৫ সেকেন্ডে যদি একটা সেট করতে পারে (তিনটা আরকি) তাহলে ২০০ ঘন্টার কিছু বেশি লাগে দের লাখ শব্দ শেষ করতে, ধরলাম ২৫০ ঘন্টা লাগবে, ২০ টাকা ঘন্টা হলে ৫০০০ টাকা লাগে।
ভালইতো ক্রাউডফান্ডিং করেই তো কাজ শেষ করে ফেলা যায়
শাহো, আমি দুই হাজার টাকা এই খাতে বরাদ্দ দিতে রাজি আছি। আসো সবাই মিলে চেষ্টা করে তো দেখি! এবারে অন্তত কাজটা সত্যিকারের কার্যকর কিছু করে তোলা যায় কি না? সুসম্পন্ন হলে কিন্তু বিষয়টা সবার জন্যেই উপকারী হবে।
রাজু দা, নাসিম ভাই আপনাদের সক্রিয়তার বড্ড প্রয়োজন এ প্রকল্পটা শেষ অবদি নিতে হলে। একটু সময় বের করুন দাদা।
ইংলিশ শব্দ দিলে আমি বাংলার SQL Dump দিতে পারবো ।
শাহো, আমি দুই হাজার টাকা এই খাতে বরাদ্দ দিতে রাজি আছি।
এটার ঠিক কি দরকার সেটাই ক্লিয়ার না, ৪-৫ হাজার টাকা ম্যানেজ করতে সমস্যা হবে না
এটার ঠিক কি দরকার সেটাই ক্লিয়ার না, ৪-৫ হাজার টাকা ম্যানেজ করতে সমস্যা হবে না
আমি আমার ক্ষুদ্রজ্ঞানে যতটুকু বুঝতে পেরেছিলাম তা এখানেই উল্লেখ করে দেয়া ছিলো।
ভাল প্রস্তাব। সাড়া পাওয়া গেলে অনলাইন ইনপুট সিস্টেম আমি বানিয়ে দেব। সর্বপ্রথমে ইনপুটটাই দরকার। ব্যবহারের সফটওয়্যার যে কেউ-ই বানাতে পারবে, যখন খুশি।
অর্থাৎ, এ ধরণের কাজে ডাটা থাকাটাই মূল। সেটা থাকলে ইন্টারফেসের কোন অভাব হবে না।
নাসিম ভাই ইতোমধ্যেই এই ডাটাসংগ্রহ করার প্রক্রিয়াটার সহজ পন্থা তৈরী করে দিয়েছিলেন। এখন যা করতে হবে বলে আমি বুঝি --
১। বাংলা একাডেমির বাংলা অভিধানটির সাম্প্রতিকতমটিকে আদর্শ ধরে তথ্য জমা করানো।
২। শব্দগুলোকে বর্ণ অনুসারে ইনপুট দেবার জন্য মসৃন-দলগত প্রচেষ্টা। আমার হিসেবে দশজনের একটা টিম হলে চার দিনেই পুরো কাজটা তুলে/তথ্যভান্ডারে নেয়া সম্ভব।
প্রিয় শাহো যেহেতু এই টপিকটাই তোমার মস্তিষ্কপ্রসুত আর তুমি নিজেই ক্রাউডফান্ডিংয়ের প্রশ্ন তুলেছিলে তাই সরাসরি নিজের হাতটাই যথাসাধ্য আগে বাড়িয়েছি।
ভাল একটা উদ্যোগ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » সম্মিলিত কাজের জন্য একটি প্রস্তাবনা
০.০৮০৭০১৮২৮০০২৯৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৪৬৫০১৩২৫৮৯৬৩ টি কোয়েরী চলেছে