প্রথমত, অনুগ্রহ করে এই প্রজেক্টকে পাইরেসির কলঙ্কে কলঙ্কিত না করার চেষ্টা করবেন সবাই। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা একটু কষ্ট করে অভিধান সংগ্রহ করে নেবেন। ঢালাওভাবে স্ক্যান করে আপলোড করার পাইরেসিতে কলঙ্কিত না করার অনুরোধ রইলো সবার প্রতি। কেউ অভিধান কিভাবে সংগ্রহ করলেন সেটা বিষয় না, বিষয়টা হলো যে কোন বই অনোনুমদিত স্ক্যান, কপি করা পাইরেসি (কপিরাইটের লঙ্ঘন)। সুতরাং এ কাজটা এ প্রজেক্টের সাথে জড়াবেন না।
এবারে কাজের কথায় আসি। ডাটাবেস নিয়ে আর কোন মতামত না পাওয়ায় আমরা সিদ্ধান্ত নিতে পারি এটাই মোটামুটি ফাইনাল ডিজাইন। প্রোগ্রামিং-এর প্রয়োজনে ছোটখাট কিছু পরিবর্তন আসতে পারে, তবে মূল ডিজাইন এটাই থাকবে।
অনলাইনে একটা একটা করে শব্দ ইনপুট দেয়াটা খুবই বিরক্তিকর ও সময়সাপেক্ষ কাজ হবে। সে কারণে একটা ডেস্কটপ ইনপুট সিস্টেম তৈরী করেছি। এটা দিয়ে অফলাইনে কাজ করে পরে অনলাইনে একবারে অনেক ডাটা আপলোড করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পদ্ধতি নিচে বর্ণিত হলো। নিচের কমান্ডগুলো উবুন্তুর জন্য, যদিও যেকোন অপারেটিং সিস্টেমে সফটওয়্যারটি ব্যবহার করা যাবে।
sudo apt-get install python-qt4 python-django git-core
git clone git://github.com/nsmgr8/bengdict-offline-input.git bengdict
উপরোক্ত দুটি কমান্ড পরপর রান করার পর bengdict নামে একটা ফোল্ডারে সফটওয়্যারটি ইনস্টল হবে। সেখানে main.py ফাইলটি ডাবল ক্লিক করেই এটা রান করা যাবে।
এবারে ইনপুট সম্পর্কিত নিয়ম-কানুন। একটি শব্দের একবারে কেবল একটি অর্থ যোগ করতে হবে। ঐ শব্দের একাধিক অর্থ থাকলে পরবর্তীতে আলাদাভাবে সেটা যোগ করতে হবে। প্রত্যেক অংশগ্রহণকারী ওয়েবসাইটে নিজ প্রোফাইলে জানিয়ে দেবেন কোন শব্দ হতে কোন শব্দ পর্যন্ত বর্তমানে তিনি ইনপুট দিচ্ছেন। এভাবে সকলের তালিকায় দেখা যাবে কে কোনটাতে কাজ করছেন। ফলে একই রেঞ্জে কেউ কাজ করবেন না।
অফলাইন ইনপুট সিস্টেমে একটা একটা করে শব্দ যোগ করার পর বেশ অনেকগুলো শব্দ হয়ে গেলে সেগুলো এক্সপোর্ট করে তারপর ওয়েবসাইটে একবারে আপলোড করা যাবে। এটা বর্তমানে ম্যানুয়ালি করতে হবে, সফটওয়্যার ইন্টিগ্রেশন আপডেটে আসবে। তো এটা করার জন্য File > Export মেনুতে ক্লিক করতে হবে। এর ফলে export-CURRENT_TIME.json নামে একটা ফাইল তৈরী হবে exports ফোল্ডারে। এই ফাইলটি আপলোড করতে হবে http://bengdict.appspot.com/dictionary/bulk/load/ ঠিকানায়।
এখনও সবকিছু ফাইনাল হয়নি। সিরিয়াস ইনপুট এখনই শুরু করবেন না। কাল-পরশুর মধ্যে পুরোদমে কাজ চালু হবে, আশা রাখি। এখন অফলাইন সফটওয়্যারটি ইনস্টল করে নাড়াচাড়া করে দেখুন। কিছু ইনপুট দিন, এক্সপোর্ট করুন, আপলোড করুন সাইটে। দেখুন সব ঠিকমত কাজ করছে কিনা।