টপিকঃ ১ নভেম্বর থেকে ঢাকায় হকার উচ্ছেদ- আপনি কি এর পক্ষে নাকি বিপক্ষে ?
রাজধানীর যানজট নিরসনে আগামী ১ নভেম্বর থেকে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানোর প্রস্তাব করা হয়েছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। যানজটের দুর্ভোগ থেকে জনসাধারণকে নিস্তার দিতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রী জানান, হকার উচ্ছেদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যোগাযোগ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।
যানজট নিরসনে সরকারের পদক্ষেপের বিষয়ে আবুল হোসেন বলেন, "বিগত সাত বছরের পুঞ্জীভূত সমস্যার সমাধান এত দ্রুত সম্ভব নয়।
এ বিষয়ে আমার মতামতঃ
আজকে সকালে খুবই ভাল সংবাদ পড়লাম যে,রাজধানীর ফুটপাথ অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হবে । যা খুবই প্রশংসনীয় ঘটনা । আমরা যারা রাজধানীতে থাকি তারা ভুলেই গিয়েছি যে ফুটপাত হল হাঁটার জায়গা। ফার্মগেটে এক মাথা হতে অন্য মাথায় যেতে লাগে ১০-১৫ মিনিট এই হকার দের কারণে। নগরবাসী কে হাটতে হয় রাস্তার অপর দিয়ে যা খুবই ঝুঁকিপূর্ণ, যার জন্য অনেক পথচারির দূর্ঘটনায় পরেছে ও রাস্তার গাড়ির গতিও কমে গেছে। তাছাড়া এই ফুটপাত ব্যবসাকে কেন্দ্র করে অনেক চাঁদাবাজি হয়। আর এই ফুটপাত ব্যবসা যারা করে তারা প্রায় সকলেই অবৈধ্য ভাবে বৈদুত্যিক সংযোগ নিয়েছে ও তারা সরকার কে কোন প্রকার ট্যাক্স দেয় না।
আশা করি ফুটপাত দখল করে এই গড়ে ওঠা দোকান উঠে গেলে, নগর জীবনে গতি আসবে ও কাউকে অকালে দূর্ঘটনায় পড়ে জীবন দিতে হবে না।