টপিকঃ উবি নাকি ডুবু (ডুয়েল বুট)
উইন্ডোজঃ উবি নিয়ে তুমি আমার পেটের ভেতর থাকো কেন?
উবুন্টুঃ ঢুকতে পারি বলে থাকি। তুমি পারলে আমার পেটের ভেতর ঢোকো তো দেখি কেমন পারো!
উইন্ডোজঃ এমনিতে তো খুব দৌঁড়াও। উবি নিয়ে দৌঁড়াতে পারো না কেন?
উবুন্টুঃ সুস্থ কাউকে যদি সপ্তাহে ৩ বার চিকিৎসা করো তো সে দৌঁড়াবে কেমন করে।
উইন্ডাজঃ বুঝলাম না।
উবুন্টুঃ বুঝার কথা নয়। বুঝিয়ে বলছি।
তুমি অসুস্থ বলে এন্টিভাইরাস দিয়ে সপ্তাহে ৩ বার তোমার এনজিওগ্রাম করা হয়। তোমার পেটের ভেতর থাকি বলে তখন আমারও এনজিওগ্রাম হয়ে যায়। তুমিই বলো, সুস্থ কাউকে যদি সপ্তাহে ৩ বার এনজিওগ্রাম করো তো সে দৌঁড়াবে কিভাবে?