টপিকঃ ফোরাম ব্যবহারের নিয়মাবলী
এই ফোরামগুলো ব্যবহার করার জন্য নিম্মলিখিত নিয়মবালী অবশ্য পালনীয়। আমাদের বিশ্বাস আপনার এই নিয়মাবলীগুলো পালন করবেন।
আমরা অন্যান্য ফোরামের মত এই ফোরামের ব্যবহারকারীদের উপর শর্তের বোঝা ছাপিয়ে দিতে চাইনা। এই ফোরাম যেকোন আলোচনা জন্য উম্মুক্ত। তবে ফোরামের শৃঙ্খলার জন্য কতগুলো বিষয় খেয়াল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ক) শুধুমাত্র সঠিক বিভাগেই আপনার মতামত লিখুন যাতে আলোচনাগুলো সুন্দর ভাবে সাজানো থাকে।
খ) প্রত্যেকের ব্যক্তিস্বত্ত্বা ও তার গনতান্ত্রিক অধিকার রক্ষায় যত্মবান হউন।
গ) এমন কিছু না লেখাই ভাল তা সাধারণ মানুষের জন্য গ্রহনযোগ্য নয়। এবং খেয়ার রাখবেন যেন আপনার লেখা সব বয়সী মানুষের পড়ার উপযোগি হয়।
বি.দ্র: নিয়মাবলী সম্র্পকে আপনার মতামত জানাতে পারেন।