টপিকঃ মডেল পরিচিতি : অহনা
অহনা বয়স : ২৫ বছর উচ্চতা : ৫ ফুট ৫ ইঞ্চি
এই প্রমীলা মডেল কে আপনারা সকলেই দেখেছেন । সে পেপসুডেন্ট, প্রান জুস, ট্রান্সকম ইলেকট্রনিক্স, জুঁই নারিকেল তেল, ডিজুস, আরএকে টাইলস্, কসমস বিস্কুটের বিজ্ঞাপন করেছেন। এছাড়া সে হাল্কা নামক শর্ট মুভিতে নায়িকা ছিলেন (হাল্কা নিয়ে প্রজন্মের আলোচনা )।
বিজ্ঞাপনে কাজ করার মধ্যদিয়ে একজন মডেল হিসেবেই মিডিয়াতে অভিষেক ঘটে অহনার। ইচ্ছেটাও ছিলো তার মডেল হিসেবে প্রতিষ্ঠা পাবার। কিন্তু পরবর্তীতে ২০০৮ সালে অহনা রকিবুল আলম রকিবের চাকরের প্রেম ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে দেশীয় চলচ্চিত্রের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। ছবিটিতে অহনার বিপরীতে অভিনয় করেন আমিন খান। মুক্তি পাবার পর ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় অহনাও পিছিয়ে পড়েন অনেকখানি। আবারো ব্যস্ত হন অহনা মিডেলং-এ। আর এখন পিছনের সব ভুলে অহনা নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন নাটকে অভিনয়ের মধ্যে। অহনা বলেন, আসলে আমি এখন অভিনয়টা শিখতে চাই। আমি অভিনেত্রী হতে চাই। তাই এখন নাটকে কাজ করার প্রতি মনোযোগ দিচ্ছি সবচেয়ে বেশি।
এরই মধ্যে অহনা ঈদ উপলক্ষে তিনটি নাটকে কাজও করছেন। এর মধ্যে দুটি নাটকের কাজ শেষ। একটি নাটকের কাজ চলছে। শেষ হওয়া নাটক দুটো হচ্ছে সৌরজয় চৌধুরীর অবশেষ নাটকে পরিণত হলো ও রনির শুভর অন্যরকম ঈদ। কাজ চলছে আরিফ রহমানের অপেক্ষা নাটকের। অহনা বলেন এপর্যন্ত যে তিনটি নাটকের কাজ করলাম, তার একেকটির গল্প একেক রকম। যে কারণে অভিনয়ে বৈচিত্রতা আনারও সুযোগটা আমার একটু বেশি। তাছাড়া নাটকে যারা আমার সাথে কাজ করছেন তারা সবাই আমাকে বেশ
সহযোগিতা করছেন। আশা করি আমার অভিনীত নাটকগুলো দর্শকের ভালো লাগবে। ঈদ উপলক্ষ্যে আরো কয়েকটি নাটকে কাজ করবেন বলে জানিয়েছেন অহনা।
তার অভিনীত কিছু বিজ্ঞাপন নিচে দেওয়া হলঃ
ডিজুস
কসমস বিস্কুট
জুই নারকেল তেল
রেফারেন্স