টপিকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পিএইডি
প্রিয় তারেক,
পত্রের শুরুতেই আমার সালাম ও স্নেহ রহিল। অনেক দিন হইল তোমার সহিত কোন রকম যোগাযোগ নাই। কিছু দিন আগে রাজশাহী যাওয়ার পরিকল্পনা করিয়াও যাওয়া হয় নাই। তাহা হইলে হয়তো তোমার সাথে দেখা হইয়া যাইতে পারিতো। যাহা হউক, আশা করি লেখা পড়া নিয়া ব্যস্ত ও ভাল রহিয়াছো। পর সমাচার, একটি বিষয়ে তোমা হইতে কিছু তথ্য জানিতে পারিলে খুশি হইতাম।
তোমাদের বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে পিএইডি দেওয়া হয় কিনা আমাকে জানাইতে পারিবে? যদি থাকে তাহা হইলে কী কী যোগ্যতা থাকিতে হইবে?
তোমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহিত আলাপ করিয়া আমাকে যদি জানাইতে পার তাহা হইলে আমার খুবই উপকার হইবে।
শুনিয়াছি সামনে তোমার পরীক্ষা রহিয়াছে। মন দিয়া লেখা পড়া করিবে। দুষ্ট ছেলেদের (এবং মেয়েদের) মত মাঠে ময়দানে (গাছের নিচে) বসিয়া থাকিবে না।
আজ আর নয়। সময় করিয়া পত্র দিও।
ইতি তোমার বড় ভাই
--
আরাফাত
(চিঠি টি ব্যক্তিগত হলেও বিষয়বস্তু এবং এর উত্তর সবার জন্য দরকারী হতে পারে তাই ওয়েবে পাবলিশ করা হলো।)