৬১

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

৯ দিন ! দারুন  big_smileকমিকস নিয়ে একটি সাইট করেছি , সুখবর২৪.কম এ আমার সাইট নিয়ে একটি রিভিউ দেখতে পারেন http://sukhobor24.com/archives/6191

৬২

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

ত্রিমাত্রিক লিখেছেন:
সাখাওয়াত লিখেছেন:

আজকে এমেম এ ফোন করে আমার ইউজারনেম, পাসওয়ার্ড নিলাম। কিন্তু ADSL modem(Tp-Link TD-8610) এর ADSL বাতিটা জ্বলছে না। আমার বন্ধুর বাসায় মডেম এর ADSL বাতিটা জ্বলে, তাহলে সমস্যা কোথায়? আমার লাইন কি এখনো একটিভ হয়নি?

মনে হয় এক্টিভ হয় নি!
আবেদন করেছেন কত দিন হয়েছে?
আমার এক্টিভ হতে ৯ দিন লেগেছিল! মাঝে অবশ্য সরকারি ছুটির জন্য ৩ দিন বন্ধ ছিল।

ওয়াইম্যাক্স স্পীড ডাবল করেছে কিন্তু বিটিসিএল  angry angry angry angry

০৮ মে আবেদন করেছিলাম। আজকে ইউজারনেম, পাসওয়ার্ড পেলাম। আর ইউজারনেম, পাসওয়ার্ড পাওয়া মানে তো লাইন এক্টিভ হয়েছে। invarbrass ৪৯ নং পোস্টে বলেছেন যে লাইন না দিলেও ADSL বাতি ব্লিংক করে, কিন্তু আমার মডেমে তো ADSL লাইট এ তো কিছুই হচ্ছে না!

এই একই সমস্যা ইউজার bd'র ও হয়েছিল দেখলাম(পোস্ট ৪৮), এর সমাধান কি?

৬৩

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

সাখাওয়াত লিখেছেন:
ত্রিমাত্রিক লিখেছেন:

মনে হয় এক্টিভ হয় নি!
আবেদন করেছেন কত দিন হয়েছে?
আমার এক্টিভ হতে ৯ দিন লেগেছিল! মাঝে অবশ্য সরকারি ছুটির জন্য ৩ দিন বন্ধ ছিল।

ওয়াইম্যাক্স স্পীড ডাবল করেছে কিন্তু বিটিসিএল  angry angry angry angry

০৮ মে আবেদন করেছিলাম। আজকে ইউজারনেম, পাসওয়ার্ড পেলাম। আর ইউজারনেম, পাসওয়ার্ড পাওয়া মানে তো লাইন এক্টিভ হয়েছে। invarbrass ৪৯ নং পোস্টে বলেছেন যে লাইন না দিলেও ADSL বাতি ব্লিংক করে, কিন্তু আমার মডেমে তো ADSL লাইট এ তো কিছুই হচ্ছে না!

এই একই সমস্যা ইউজার bd'র ও হয়েছিল দেখলাম(পোস্ট ৪৮), এর সমাধান কি?

আমারও একই সমস্যা ছিল। আমার সমস্যা হয়েছিল বিটিসিএল এর লোকাল সার্ভার এ ইন্টারনেট এর পোর্ট এ সংযোগ দিতে তাঁরা ভুলে গিয়েছিল। পরে তাঁরা তাদের ভুল বুঝতে পেরে ঠিক করে দিয়েছিল।

UɐSɐɥ ɹIʌUɐʇ

৬৪

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

পাসওয়ার্ড পাওয়া মানেই যে আপনার ADSL লাইন পুরোপুরি এক্টিভ হয়েছে এটা বোধহয় ঠিক না! সম্ভবত আপনার লাইনের জন্য EMEM System-এর কাজ শেষ তাই পাসওয়ার্ড পেয়েছেন। আপনার লোকাল টেলিফোন এক্সচেঞ্জে কানেকশন দেওয়া না হলে ADSL লাইন এক্টিভ হবে না। এজন্য হয়ত আরো দু'একদিন অপেক্ষা করা লাগবে(শুক্র-শনিবার বাদে tongue )।

আমার ADSL লাইন এক্টিভ হওয়ার আগে মডেমের ADSL লেডটা ব্লিংকিং করেনি। মডেম চালু করার সময় কয়েক সেকেড ব্লিংকিং করত তারপর বন্ধ হয়ে যেত।

৬৫

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

ত্রিমাত্রিক লিখেছেন:

পাসওয়ার্ড পাওয়া মানেই যে আপনার ADSL লাইন পুরোপুরি এক্টিভ হয়েছে এটা বোধহয় ঠিক না! সম্ভবত আপনার লাইনের জন্য EMEM System-এর কাজ শেষ তাই পাসওয়ার্ড পেয়েছেন। আপনার লোকাল টেলিফোন এক্সচেঞ্জে কানেকশন দেওয়া না হলে ADSL লাইন এক্টিভ হবে না। এজন্য হয়ত আরো দু'একদিন অপেক্ষা করা লাগবে(শুক্র-শনিবার বাদে tongue )।

আমার ADSL লাইন এক্টিভ হওয়ার আগে মডেমের ADSL লেডটা ব্লিংকিং করেনি। মডেম চালু করার সময় কয়েক সেকেড ব্লিংকিং করত তারপর বন্ধ হয়ে যেত।

ত্রিমাত্রিক ভাইয়ের সাথে সহমত পোষণ করছি। রবিবারের আগে হয়ত নেট ব্যবহার করতে পারবেন না।

UɐSɐɥ ɹIʌUɐʇ

৬৬

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

সাখাওয়াত লিখেছেন:

আজকে এমেম এ ফোন করে আমার ইউজারনেম, পাসওয়ার্ড নিলাম, তারা বলল যে লাইন চালু করা হয়েছে। কিন্তু ADSL modem(Tp-Link TD-8610) এর ADSL বাতিটা জ্বলছে না(টেলিফোনের তার সরাসরি মডেমে লাগানো আছে)। যদিও আমার বন্ধুর বাসায় মডেম এর ADSL বাতিটা জ্বলে, তাহলে সমস্যা কোথায়? আমার লাইন কি এখনো একটিভ হয়নি?

টেলিফোনের তার সরাসরি মডেমে লাগাবেন না। আপনার মডেমের সাথে একটা স্প্লিটার দেবার কথা। সেটাতে কানেকশনের পোর্ট আছে। এরপর অপরপ্রান্তের দুই পোর্ট থেকে একটা কানেকশন টেলিফোন সেটে আরেকটা মডেমে লাগাবেন। এভাবে না করলে কানেকশন কাজ করবে না। ফোন সেট ভালো না থাকলে কিনে নিতে হবে।

৬৭

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

babuks লিখেছেন:
সাখাওয়াত লিখেছেন:

আজকে এমেম এ ফোন করে আমার ইউজারনেম, পাসওয়ার্ড নিলাম, তারা বলল যে লাইন চালু করা হয়েছে। কিন্তু ADSL modem(Tp-Link TD-8610) এর ADSL বাতিটা জ্বলছে না(টেলিফোনের তার সরাসরি মডেমে লাগানো আছে)। যদিও আমার বন্ধুর বাসায় মডেম এর ADSL বাতিটা জ্বলে, তাহলে সমস্যা কোথায়? আমার লাইন কি এখনো একটিভ হয়নি?

টেলিফোনের তার সরাসরি মডেমে লাগাবেন না। আপনার মডেমের সাথে একটা স্প্লিটার দেবার কথা। সেটাতে কানেকশনের পোর্ট আছে। এরপর অপরপ্রান্তের দুই পোর্ট থেকে একটা কানেকশন টেলিফোন সেটে আরেকটা মডেমে লাগাবেন। এভাবে না করলে কানেকশন কাজ করবে না। ফোন সেট ভালো না থাকলে কিনে নিতে হবে।

টেলিফোন ক্যাবল সরাসরি মডেমে লাগানো থাকলেও এডিএসএল লেডটা জ্বলবে, নেটও ইউজ করা যাবে এমনকি স্পীডেরও কোন হেরফের হবে না।

৬৮

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

ত্রিমাত্রিক লিখেছেন:
babuks লিখেছেন:

টেলিফোনের তার সরাসরি মডেমে লাগাবেন না। আপনার মডেমের সাথে একটা স্প্লিটার দেবার কথা। সেটাতে কানেকশনের পোর্ট আছে। এরপর অপরপ্রান্তের দুই পোর্ট থেকে একটা কানেকশন টেলিফোন সেটে আরেকটা মডেমে লাগাবেন। এভাবে না করলে কানেকশন কাজ করবে না। ফোন সেট ভালো না থাকলে কিনে নিতে হবে।

টেলিফোন ক্যাবল সরাসরি মডেমে লাগানো থাকলেও এডিএসএল লেডটা জ্বলবে, নেটও ইউজ করা যাবে এমনকি স্পীডেরও কোন হেরফের হবে না।

তাই? আমি কিন্তু পারিনি। আমার টেলিফোন সেটটা নষ্ট ছিলো। পরে নতুন সেট কিনে এনে স্প্লিটারের সাহায্যে সেটআপ করতে হয়েছে। সরাসরি করতে পারলে তো আমার সেট কেনার টাকাটা বেঁচে যেতো।

৬৯ সর্বশেষ সম্পাদনা করেছেন সাখাওয়াত (২৪-০৫-২০১১ ১২:১১)

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

আজকে বিকালে ADSL লাইন ব্যবহার করতে শুরু করেছি yahoo

মডেম স্ট্যাটাস

http://i.imgur.com/x057N.jpg

SNR দিনের বেলা 6-7 পর্যন্ত আসে! যদিও রাতে ভালো থাকে

তবে প্রায়ই ADSL বাতি ব্লিংক করতে করতে স্ট্যাবল হয়, সেই সময় লাইন থাকে না।

আর লাইন নয়েজ ফ্রি করতে কি এক্সচেন্জে(নীলক্ষেত) ফোন দেয়া লাগবে? আমার ফেনের তারে কোনো জোড়া নেই, নতুন তার মাসখানেক আগে লাগানো হয়েছে।

এমেম এ ফোন করেছিলাম, তারা বলল যে কয়েকদিন চালিয়ে দেখতে, লাইন এডজাস্ট হতে সময় লাগে।

স্পিড টেস্ট-

http://www.speedtest.net/result/1308555914.png

ডাউনলোড স্পিড ৫০-৭০ কিলোবাইট, ফাটাফাটি লাইন! দেখ যাক কি হয়।


google.com এ পিং ল্যাটেন্সি ৮০-৮১ থাকে, আর ট্রেস রাউট অনেক সাশ্রয়ী।

http://i.imgur.com/kwOIu.jpg

ব্রডব্যান্ড, কিউবি, বাংলালায়ন এ থাকত ২০০-৩০০ ! ! ! পুরাই ফাউল

৭০

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

আমি এদের ২৫৬ কেবিপিএস লাইনটা নিতে চাই। [বিলাই ৫১২ রে ২৫৬ করছে দেখে  angry] এটাতে এভারেজ স্পিড কত থাকে কেউ বলতে পারেন? রাজু ভাই বলেছিল সম্ভবত উনি ৬০কে.বি. + পান ২৫৬ তেই!
তবে একটা ব্যাপার জানতে চাই। এদের যে মডেম ওটা কী রাউটার হিসেবে কাজ করবে?

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
Cloud Hosting BossHostBD

৭১

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

আচ্ছা,সিলেটে কোনো ভাই বিটিসিএলের বিকিউব ব্যবহার করছেন কি?বিটিসিএলের অফিসে যিনি এডিএসএলের দায়িত্বে আছেন, তিনি বলেন সিলেটে মাত্র ২ জন লাইন পেয়েছেন।বাকিদের আবেদন হোল্ড হয়ে আছে।

৭২

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

Need use volume log for BTCL Bcube internet line, pls any body help me.

________________________________________________________________________
পাখির তো ডানা আছে, তাই উড়তে নেই মানা, আমার তো মন আছে, উড়তে কিসে বাঁধা?

৭৩

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

babuks লিখেছেন:

তাছাড়া টরেন্ট ডাউনলোড তো জোশ!

টরেন্ট এ পার সেকেন্ডে কত করে ডাউনলোড হয়

........Life Is a Long While........

৭৪

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

যারা রাউটার কনফিগার কিভাবে করবেন তা নিয়ে ভাবছেন তাদের জন্য দারুণ একটা ভিডিও পেলাম ইউটিউবে! তাও আবার এটা বাংলাদেশী কারোর করা যেটা খুব সম্ভব বিটিসিএল লাইন দিয়েই দেখানো হয়েছে! একদম আগা টু গোঁড়া টিউটো! ভাবতেই পারি নাই সার্চ করে এরকম একটা ভিডিও পাব!
এবার শুধু শুধু বিটিসিএল রে টাকা না দিয়ে নিজেই কনফিগার করে ফেলেন ADSL রাউটার!

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
Cloud Hosting BossHostBD

৭৫

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

তুমিও ব্যবহার কর নাকি, সাইফ?

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৭৬ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (১৩-০১-২০১২ ২২:৪১)

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

অয়ন খান লিখেছেন:

তুমিও ব্যবহার কর নাকি, সাইফ?

এখনও ইউজ করা শুরু করি নি! তবে আগামী সপ্তাহে এপ্লাই করব যেন ফেব্রুয়ারীর ১ তারিখ থেকে লাইন সচল করে।

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
Cloud Hosting BossHostBD

৭৭

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

গতকাল ডিমান্ড নোটের ৪৫০ টাকা জমা দিলাম ২৫৬ ২ গিগা লাইনের জন্য।দেখা যাক কতদিন লাগে thinking সিলেটে যারা ব্যবহার করছেন তাদের কি অবস্থা?

সাইফ দি বস ৭ লিখেছেন:

যারা রাউটার কনফিগার কিভাবে করবেন তা নিয়ে ভাবছেন তাদের জন্য দারুণ একটা ভিডিও পেলাম ইউটিউবে! তাও আবার এটা বাংলাদেশী কারোর করা যেটা খুব সম্ভব বিটিসিএল লাইন দিয়েই দেখানো হয়েছে! একদম আগা টু গোঁড়া টিউটো! ভাবতেই পারি নাই সার্চ করে এরকম একটা ভিডিও পাব!
এবার শুধু শুধু বিটিসিএল রে টাকা না দিয়ে নিজেই কনফিগার করে ফেলেন ADSL রাউটার!

thumbs_up thumbs_upঅনেক ধন্যবাদ সাইফ ভাই ভিডিওটির জন্য।যারা নতুন সংযোগ নিতে যাচ্ছেন, তাদের কাজে আসবে।

৭৮ সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফ দি বস ৭ (০৮-০৩-২০১২ ১৪:২৪)

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

আমার লাইনের স্ট্যাটাস
http://i.imgur.com/iwWh3.png

এটা কেমন?

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
Cloud Hosting BossHostBD

৭৯

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

আমি এই ADSL রাউটার বেচব। কেউ যদি কিনতে চান বইলেন।

আশিকুর_নূর'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

৮০

Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড

আশিকুর_নূর লিখেছেন:

আমি এই ADSL রাউটার বেচব। কেউ যদি কিনতে চান বইলেন।

দাম কত ?