bd লিখেছেন:invarbrass লিখেছেন:তানভীর ভাই মনে হচ্ছে স্প্লিটারে কানেক্ট করতে ভুল করেছেন। স্প্লিটারে মডেম এবং টেলিফোন লাইনের জন্য নির্দিষ্ট পোর্ট আলাদা করে দেয়া থাকে - আপনি হয়তো বা ভুল পোর্টে মডেম কানেক্ট করছেন।
বাবুকস ভাইও একই ভুল করেছিলেন। 
আমি আজকে আমার মডেম দিয়ে পাশের বাসার এক বড় ভাই এর BTCL ADSL লাইন এ connect করলাম, ঠিক মত ADSL LED টা অন হল। কিন্তু আমার ফোন লাইন এ connect করলে ADSL LED টা অন হয়না। 
আমি এই অভিযোগটা কোথায় করব? BTCL অফিস এ নাকি BeCube এর হট লাইন এ?
এডিএসএল লেড অন না হবার মানে হলো আপনার কেবল সেটাপে গড়বড় আছে। বিটিসিএল যদি লাইন এ্যাক্টিভেট নাও করে থাকে, এডিএসএল লেডটা অন্তত: ব্লিংক করতে থাকবে।
এ সংক্রান্ত অভিযোগ এমেম-এর কাছে করলেই মনে হয় ভালো হবে। মডেমের ব্যাপারে বিটিসিএল-এর লাইনম্যান কিছু করতে পারবে না।
আপনার সেটাপ সম্বন্ধে বিস্তারিত জানালে সমস্যা কোথায় বুঝতে সুবিধা হবে। বর্তমানে বিটিসিএল-এর কপার কেবল থেকে আপনার পিসি পর্যন্ত কিভাবে কনফিগার করা হয়েছে তা জানান।
আপনার মত আমার ছোটো ভাইও এখনো লাইন ব্যবহার করতে পারছে না - সবাই ৭ তারিখেই কানেক্সন পেয়েছিলাম। ওর পুরণো একটি Zyxel ডিএসএল মডেম ছিলো - ওটা দিয়ে কাজ চালাবে বলে নতুন মডেম কেনে নি। কিন্তু Zyxel মডেম দিয়ে বিটিসিএল কানেক্ট হচ্ছে না (এটাতেও লেড জ্বলেনা)। তাই তাকে এখন ঢাকা থেকে টিপিলিংকের এডিএসএল+ওয়াইফাই রাউটার কম্বো আনাতে হচ্ছে।
Calm... like a bomb.