টপিকঃ মাল্টায় উচ্চশিক্ষা
মাল্টা একটি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ। এদেশের অর্থনৈতিক অবস্থাও উন্নত।
যারা বিদেশে পড়তে যেতে চান তারা চোখ বন্ধ করে মাল্টায় যেতে পারেন। মাল্টা ইটালির খুব কাছের দেশ তাই ছুটিতে বৈধভাবে ভিসা নিয়ে ইটালী থেকেও কিছু রোজগার করতে পারবেন। অনেকেই আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে ভর্তি হয়ে ভিসা না পেয়ে অনেক মুল্যবান সময় নস্ট করেন। মাল্টা গিয়ে আপনি ভাল ডিগ্রি নিতে পারলে তা দিয়ে আপনি ইউরোপের যেকোন দেশে চাকুরী করতে পারবেন।
তবে মাল্টায় ইংরেজী মাধ্যমে পড়ানো হয় তাই আপনাকে IELTS-এ কমপক্ষে ৫.৫ পেতে হবে।
মাল্টায় টিউশন ফি অনেক কম বছরে সর্বনিম্ন ২লাখ টাকা। আপনাকে ১৫-ই মে এর মধ্যে আবেদন করতে হবে।
আরেকটা ব্যাপার মাল্টায় আপনাকে ভিসার জন্য এ্যাম্বাসীতে দাড়াতে হবেনা । শিক্ষা প্রতিষ্টানই আপনার ভিসার ব্যাবস্থা করে দিবে। তবে সেক্ষেত্রে ১৫-ই জুলাই এর মধ্যে আপনাকে টিউশন ফি এবং ভিসা আবেদন ফরম পাঠিয়ে দিতে হবে। প্রাথমিক ভাবে আপনাকে ১বছরের ভিসা দেয়া হবে।
একটা কথা মনে রাখবেন এখান থেকে ইটালী খুব কাছে হওয়ায় অনেকেই ভুল করে পালিয়ে ইটালী যাওয়ার চেষ্টা করে এপথে ভুলেও পা পারাবেন না কারণ একবার ধরা পড়লে ওরা আপনাকে দেশে পাঠিয়ে দিবে। যাওদি একান্ত ইটালী যেতে চান সেক্ষেত্রে অখানে মন দিয়ে পরাশুনা করবেন ভাল রেজাল্ট করবেন তাহনে আপনি ভিসা নিয়েই ইটালী যেতে পারবেন। আর মনে রাখবেন মাল্টা ইটালীর চেয়ে কোন অংশে খারাপ দেশ নয়।
মাল্টায় হল টুরিস্ট দের জন্য আদর্শ যায়গা তাই এখানে হোটেল ম্যানেজমেন্ট বা টুরিজম বিষয়ে পড়লে পরাশুনাকালীন কমপক্ষে ৫০হাজার টাকা আয় করা সম্ভব।
মাল্টায় পরাশুনা করতে যেতে চাইলে http://www.um.edu.mt/intoff/informationint.html
উপরের লিংটাতে দেখুন।
বিঃদ্রঃ আমার এক পরিচিত লোক মাল্টায় আছে আমি গতকাল বিষয়টা জানতে পেরেছি তাই আগে পোষ্ট দিতে পারিনি বলে দুঃখিত