১ ১০-০৭-২০০৭ ০৫:৩০ সর্বশেষ সম্পাদনা করেছেন বাবু (১০-০৭-২০০৭ ০৫:৩১)
Re: হিমালয়ের ছবি
২ ৩ এবং ৫ নম্বর ছবিটায় মাঝখানের রিজ (Ridge)-এর যে ছায়া, তা দেখে মনে হচ্ছে অন্তত এই তিনটি ছবি একই। কম্পউটারে কেবল পার্থক্যগুলি করা হয়েছে (আমার ধারনা)।
এটা কি হিমালয়ের এভারেস্টে? হলে কোন প্রান্ত থেকে নেয়া? বাম পাশের পর্বতটা কি লোৎসে না নুপৎসে? যদি জানেন তাহলে বললে খুশি হব।
৩ ১০-০৭-২০০৭ ০৮:২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (১০-০৭-২০০৭ ০৮:৫৫)
Re: হিমালয়ের ছবি
আমারও জানতে কৌতুহল হচ্ছে। নেপালে পর্বতমালার ছবি সহ বেশ কয়েকটা পোস্টার কিনেছিলাম (কাঠমুন্ডু থেকে) --- সবই দেশে ।
২,৩ ও ৫ নং ছবিগুলি ভিন্ন। আলাদা ইফেক্ট দিয়ে তোলা হয়েছে (ইমেজ ডেটাতে শাটারস্পীড, হোয়াইট ব্যালেন্স ইত্যাদি ভিন্ন)। ইমেজ ডেটা থেকে দেখলাম যে,
ক্যামেরা: canon PowerShot S2 IS
সময়:
১. ২০০৭-০৬-০১ ০৫:১১:২৯
২. ২০০৭-০৬-০১ ০৫:৩৬:২৩
৩. ২০০৭-০৬-০১ ০৫:৩৫:১৪
৪. ২০০৭-০৬-০১ ০৫:১০:১৮
৫. ২০০৭-০৬-০১ ০৫:৩৬:৪২
ছবিগুলো সুন্দর। ধন্যবাদ শেয়ার করার জন্য। কোনদিন তো আর ঐ জায়গায় যাওয়া হবে না ........ ....
Re: হিমালয়ের ছবি
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।