গত মাসখানেক ধরে ওরাকল নিয়ে লেগে আছি।
আপনি ঠিকই জেনেছেন - ইন্ডাস্টৃতে সবচাইতে বেশি স্যালারী পায় ডিবিএ-রা (ওরাকল ছাড়াও অন্যান্য ডেটাবেইসের ক্ষেত্রেও প্রযোজ্য)। যেকোনো এন্টারপ্রাইযের প্রাণ হলো ইনফরমেশন বা ডেটা - আর ডেটাবেইয যিনি মেইনটেইন করেন তিনি কোম্পানীতে ভার্চুয়ালী প্রায় ভাইসপ্রেসিডেন্টের মর্যাদা পান।
ওরাকল বেস্ট ডেটাবেইজ সফটওয়্যার না - ওরাকল ছাড়াও আরো অনেক হেভী-ডিউটি, এন্টারপ্রাইয-গ্রেড ডেটাবেইয আছে যেমন আইবিএম DB/2 (UDB), Sybase ASE এবং মাইক্রোসফট SQL Server (MSSQLও অবশ্য Sybase-এর ফর্ক)। তবে বেস্ট ডেটাবেইয না হলেও ওরাকল হলো বেস্ট মার্কেটেড ডেটাবেইয সিস্টেম। এছাড়া সম্প্রতি সান মাইক্রোসিস্টেমকে কিনে নেবার পর ওরাকলের মার্কেট ডমিনেশন ধুমধাম করে বাড়ছে (গত সপ্তাহে এদের ২০১০ GAAP earning ব্যালেন্সশীট প্রকাশ হয়েছিলো, সান কেনার পর প্রথম বছরেই তাদের রেভিনিউ ৩০% বেড়ে গেছে)। কাজেই, ক্যারিয়ারের কথা চিন্তা করলে ওরাকল ডিবিএ একটি সলিড চয়েস।
তবে ওরাকল একটি বিশাল সিস্টেম! আমি শুধু ওরাকলের ম্যানুয়ালই ডাউনলোড করেছি ৪০০ মেগাবাইটের বেশি! প্রায় ৭/৮ হাজার পৃষ্ঠার অফিশিয়াল ডকুমেন্টেশন - অন্যান্য ইবুকের কথা তো বাদই দিলাম।
ওরাকলের হোমপেজ থেকে OracleXE ডাউনলোড করে এখনই শেখা শুরু করে দিতে পারেন (মাত্র ১৬০+মেবা ডাউনলোড)।
বাংলাদেশে নাকি এখনো 9i এবং 10g ভার্সন চলে (Base ITর কোনো এক স্বঘোষিত "এক্সপার্টের" মতে) - তাই 10gR2 দিয়ে শেখা শুরু করতে পারেন (যদিও এখন লেটেস্ট ভার্সন হলো 11gR2)।
বাংলাদেশি তথাকথিত ট্রেনিং সেন্টারগুলো নিয়ে বিশেষ কিছু বলার নাই - এগুলো থেকে গাধাঘোড়া ছাড়া আর কিছু উৎপন্ন হয় বলে মনে হয় না। তিক্ত বাস্তব অভিগ্গতা (বানান ভুল
) থেকে বলছি। এদের উপর ভরসা না করে নিজের প্রচেষ্টায় শিখতে থাকুন।
ডিবিএ হতে হলে শুধু ওরাকল RDBMS শিখলেই চলবে না, জাভা প্রোগ্রামিং (ডেস্কটপ এবং ওয়েব ডেভেলপমেন্ট), ইউনিক্স সিস্টেম এ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি সম্পর্কে জানা জরুরী।
এছাড়া বড় এন্টারপ্রাইযগুলোতে ডিবিএ হতে চাইলে এমবিএ করতে অনেক ব্লগে উপদেশ পড়েছিলাম।
Calm... like a bomb.