টপিকঃ প্রচন্ড পিঠে ব্যথা
আমার প্রচন্ড পিঠে ব্যথা। এক নাগাড়ে বসতে পারছি না। আপনাদের সাহায্য চাইছি। কি করলে ব্যথা সারা জীবনের জন্য চলে যাবে। ভুল জায়গায় পোস্ট হলে ক্ষমা চাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » প্রচন্ড পিঠে ব্যথা
আমার প্রচন্ড পিঠে ব্যথা। এক নাগাড়ে বসতে পারছি না। আপনাদের সাহায্য চাইছি। কি করলে ব্যথা সারা জীবনের জন্য চলে যাবে। ভুল জায়গায় পোস্ট হলে ক্ষমা চাই।
ব্যাথা কিসের জন্য জানতে হলে ডক্টর র SOCRATES সুত্র মানে ?
S = Site (যেটা পিঠ)
O = Onset (কখন শুরু হয়?)
C = Character (কেমন ব্যাথা)
R = Radiation (অন্য কোথাও যাই কিনা?)
A = Aggravating Factors (কোনও কিছুতে আরাম বোধ হয় কিনা?)
T = Time (কখন আসে)
S = Severity (মাত্রা - প্রচন্ড পিঠে ব্যথা, এটা তো জানলাম)
ডিফারেনশিয়াল Diagnosis:
1) কম্পিউটার এ অনেকক্ষণ বসে থাকা
2) Peptic Ulcer
3) Pancreatitites
উত্তর দিন?
ধন্যবাদ ,ভাই আগে তেমন ব্যথা ছিল না , কিন্তু এখন চরম ব্যথা করছে। কোন জায়গায় বেশিক্ষন বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে ব্যথা করছে। মেরুদন্ডে ব্যথা করছে। মেরুদন্ড নাকি অনেক সময় ভেংগে যায়?
আউট অফ সিলেবাসঃ
স্বাস্থ্য বিভাগ নামে নাকি একটা সেকশন খুলা হয়েছে ???
আউট অফ সিলেবাসঃ
স্বাস্থ্য বিভাগ নামে নাকি একটা সেকশন খুলা হয়েছে ???
গুরু সেখানে কেউ সহযে যায় না। তাই এখানে দিলাম।
সমন্বয়ক নোটঃ টপিকটি সঠিক বিভাগে সরিয়ে আনা হল।
ভাই, আমার মনে হয় এখানে এই রোগের সঠিক পরামর্শ পাবেন না। কারন প্র্যাক্টিক্যালি দেখার ও সরাসরি কথা বলার সুযোগ নাই। আপনার এই রোগে একের পর এক প্রশ্ন করে সমস্যাটার বিভিন্ন তথ্য জানার প্রয়োজন রয়েছে। তাই বিশেষজ্ঞ ডাক্তারের সরনাপন্ন হতে পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ।
শান্ত বালক ভাইয়ের সাথে আমি সহমত পোষণ করছি ।
আপনি একজন ভাল ডাক্তারের সরনাপন্ন হন ।
সবসময় এই ব্যায়ামগুলো করবেন। তাহলে ব্যাকপেইন হবে না।
কিন্তু এখন যেহেতু ব্যাকপেইন করছে তাই আপাতত কিছু দিন একদম মেরুদন্ড টান করে রাখুন।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » প্রচন্ড পিঠে ব্যথা
০.০৪৬৬১৪১৭০০৭৪৪৬৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৬১৩৫১২৬০৭৭৯৩ টি কোয়েরী চলেছে