টপিকঃ TinyMCE ওয়েব এডিটর
এরেই না বলে কমপ্লিট WYSIWYG ( যাহাই দেখছেন তাহাই পাইবেন ) ওয়েব এডিটর জুমলা , ওর্য়াডপ্রেসের মত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে এটি ব্যবহৃত হয়। এবং এটি ফ্রি
সাইট লিন্ক: http://tinymce.moxiecode.com/index.php
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » TinyMCE ওয়েব এডিটর
এরেই না বলে কমপ্লিট WYSIWYG ( যাহাই দেখছেন তাহাই পাইবেন ) ওয়েব এডিটর জুমলা , ওর্য়াডপ্রেসের মত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে এটি ব্যবহৃত হয়। এবং এটি ফ্রি
সাইট লিন্ক: http://tinymce.moxiecode.com/index.php
এটার বাংলা এডিটর বের করেছেন সাজেদ চৌধুরী .... বিজ্ঞানী.অর্গে ব্যবহার করে ওটা।
ডাউনলোডের জন্য পাওয়া যায়?
আচ্ছা Joomla! 1.0.8 Stable ভার্সনে এরকম যে দুটো এডিটর আছে
TinyMCE WYSIWYG এডিটর আর " No WYSIWYG " এদুটোতে হাসিনভাইএর ইউনিজয় এডিটরটা এ্যাড করা যাবে?
গেলে কিভাবে কেউ কি জানেন?
করা যাবেনা সম্ভবত ওসব এডিটর আর ফোরামের এডিটর অনেকটা ভিন্ন ধরনের
করা সম্ভব। তবে লিঙ্ক দিচ্ছি না, ভয়ে। যদি দাবী সোচ্চার হয়ে ওঠে।
আমি অনেক ফোরাম দেখেছি যা এতো অতিরিক্ত সুবিধা(অপ্রয়োজনীয়) দিয়েছে যে ওগুলো আসতেই অনেক সময় লাগে। কিন্তু প্রজন্ম আসতে অনেক কম সময় লাগে। আশা করি এমন কোনো পরিবর্তণ করা হবে না যাতে প্রজন্ম আসতেও দেরী হবে
হালকা সিস্টেমই ভালো। ওটার বাংলা এডিটর এখানে লাগাতে চাইলে এর বিরূদ্ধে আন্দোলন শুরু করবো
আন্দোলনে আমিও শরিক হবো।(y)
বিদঘুটে ছোট/বড়, রং-চং মাখা ক্যারাব্যারা মার্কা পোস্ট পড়তে বিরক্ত লাগে।
এটার বাংলা এডিটর বের করেছেন সাজেদ চৌধুরী .... বিজ্ঞানী.অর্গে ব্যবহার করে ওটা।
www.bangla.org.bd তে ও তো এটিই ব্যাবহৃত হয়েছে সঙ্গে লেখো কীবোর্ড, আল্পনা ।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » TinyMCE ওয়েব এডিটর
০.০৪৫৫৪১০৪৮০৪৯৯২৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৩৫৭৪৭৭৭৮৪২৩৫ টি কোয়েরী চলেছে