টপিকঃ Call of Duty ভক্তদের জন্য জটিল খবর
Call of Duty 6 খেলার পর অধীর আগ্রহে ছিলাম Call of Duty 7 এর জন্য। মাঝে একবার খবর শুনেছিলাম যে ৭ বের হতে দেরি হবে কারন ট্রেইয়ার্ক নাকি তাদের অন্যতম প্রধান ২ ডেভেলপার কে বের করে দিয়েছে
। যাইহোক, অবশেষে ১১-০৯-২০১০ Call of Duty ৭ সিঙ্গেল প্লেয়ার গেম রিলিজ হবে, এর কোড নাম দেয়া হয়েছে blackops( http://www.callofduty.com/blackops)। আজ সম্ভবত মাল্টিপ্লেয়ার গেম রিলিজ হচ্ছে, তবে শুধুমাত্র Xbox এর জন্য। কড ৪ ও ৬ এ এ.কে ৪৭ নিয়ে খেলে মজা পাইনি, এবার নাকি এই অস্ত্রটা আপগ্রেড করা হয়েছে। স্পেশাল অস্ত্র হিসেবে ছোড়ার পাশাপাশি ক্রশবো নামে নতুন অস্ত্র যুক্ত করা হয়েছে যার ডেমেজ ও তিক্ষতা ভাল। বোঝা যাচ্ছে ঈদের পর এটা নিয়ে ভাল ব্যস্ত থাকবো(পরীক্ষা!!!!!!!!)