২১

Re: টপিক রেটিং

মাত্র একটা রেটিঙ নিয়ে ও টপিক টপরেট লিষ্টে চলে যায় । আমি নিজের পোষ্টে রেটিঙ করে ব্যাপারটা খেয়াল করলাম । লোকজন মনেহচ্ছে রেটিঙের ব্যাপারটা নিয়ে আসলেই মাথা ঘামায় না ।

আসলে হোমপেজটাতে আমি ঢুকিই না সাধারনত ।  আমি অপেরা ব্যবহার করি । ওখানে স্পিড ডায়ালে সরাসরি ফোরামের লিঙ্ক সেভ করা আছে ..  জানিনা অন্যরা হোমপেজের অবস্থা দেখেন কিনা ...

২২

Re: টপিক রেটিং

একটা রেটিং নিয়ে টপলিস্টে যাওয়ার কারণ হল:
১. যে টপিকের রেটিং সবচেয়ে বেশি সেটি সবার আগে
২. একাধিক টপিকের রেটিং সমান হলে যেটাতে বেশি লোক রেটিং দিয়েছে সেটা আগে!
৩. এই দুইটাও সমান হইলে সম্ভবত টপিকের টাইম বা আইডি অনুযায়ী আগে পরে হবে (ঠিক মনে নাই)।


আচ্ছা....আমি আজকে একটা টপিকে রেটিং দিতে যাইয়া চড়টা খাইলামb-(। টপিকটি শুরু করেছিলাম আমি নিজেই। একটা সাহায্য চেয়ে। কিন্তু ঐ টপিকের উত্তরে বেশ ভাল কিছু সাহায্য পেয়েছিলাম। ফলে টপিকটাকে রেটিং দিতে গেছিলাম। আর যাই নিজের হাতে নিজেই চড় খাইছি:P।

এই ক্ষেত্রে কি করা যায়। কারণ ঐ টপিকে তো ভাল পোস্ট আছে যা অনেকের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কি পোস্টকে রেটিং দেয়ানোর ব্যবস্থা করতে হবে?:rolleyes:

২৩

Re: টপিক রেটিং

২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন মহাকাল (২৪-০৬-২০০৮ ১০:৪৮)

Re: টপিক রেটিং

কোডার ভাই, হোম পেজ এর টপ রেটেড টপিক গুলোর * উপর ক্লিক করলে কে রেটিং দিয়েছে দেখা যায়। কিন্তু ফোরাম পেজ এর ভিতর রেটিং * এর উপর ক্লিক করা যায় না। শুধু নিজের টপিক ছাড়া, তাও কেবল 'আমার প্রজন্মে' গিয়ে দেখা যায়। সবখানে রেটিং কে দিয়েছে দেখার ব্যবস্থা থাকলে ভাল হয়। ধন্যবাদ

২৫

Re: টপিক রেটিং

২৬

Re: টপিক রেটিং

ভালই হয়েছে।