টপিকঃ নুডলস

নুডলস খেতে ভালোবাসেন না,এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু জানেন কি নুডলস খাওয়ার প্রচলন আজ থেকে কত বছর আগে?
নামটা আধুনিক শোনালেও আজ থেকে প্রায় চার হাজার বছর আগে চীনে নুডলস খাবার প্রচলন হয়। বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত এক খবরে জানা গেছে,চীনের ইয়েলো রিভার এলাকার লাজ্বিয়াতে প্রত্নতাত্বিকরা খননের সময় পাওয়া হলুদাভ রংয়ের ৫০ সেন্টিমিটার দীর্ঘ এক টুকরো নুডলসের কাবর্ন ডেটিং করে দেখেছেন নুডলসের টুকরোটির বয়স প্রায় চার হাজার বছর। ধারনা করা হচ্ছে, বন্যার সময়ে মাটির নীচে ঢুকে গিয়েছিলো। তবে প্রচলিত নুডলসের মতো এই নুডলস কিন্তু ময়দা থেকে তৈরি করা হয়নি। তৈরি করা হয়েছিলো এক ধরনের ঘাস থেকে।
(বিবিসি অবলম্বনে)

Re: নুডলস

Re: নুডলস

Re: নুডলস

আচ্ছা, এই প্রসঙ্গে আমার প্রথম নুডলস খাওয়ার গল্পটা বলি:

সেটা সম্ভবত ১৯৮৭ সালের আগের কথা। বাজারে এসেছে ফুজি নামের নুডলস। (টিভির বিজ্ঞাপন দেখে উৎসাহিত হয়েছিলাম) কিনে আনা হল। মুখ্যু-সুখ্যু মানুষ আমরা, এর আগে এই বস্তুর নাম শুনিনি, খাওয়া তো দূরের কথা। যাই হোক কিভাবে রান্না করা হবে তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিল (তখন প্যাকেটের গায়ে নিয়মাবলী লেখা ছিল কিনা জানি না, থাকলেও হয়তো আম্মা দেখেনি)। যাহোক একসময় রান্না হল। কিন্তু কেউ আর কেঁচোর মত এই বস্তু খেতে পারে না। আমি মনে হয় দুই একটা খেয়েছিলাম। ঐ পর্যন্তই। আমাদের বাসায় লালু নামের একটা কুকুর ছিল। শেষ পর্যন্ত লালুকে দেয়া হল। বেচারা জিব দিয়ে একটু চেখে আমাদের দিকে তাকায়। বুঝলাম, মন খারাপ করেছে; হয়তো এই ভেবে যে, যা তোমরা খেতে পারলেনা তা আমাকে দিলে!

Re: নুডলস

Re: নুডলস

প্রকৃতিপ্রেমিক আর আউল ভাই হইলেন নুডলস বিশেষজ্ঞ=))

Re: নুডলস

Re: নুডলস

Re: নুডলস

১০

Re: নুডলস

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১১

Re: নুডলস

১২

Re: নুডলস

thumbs_up

১৩

Re: নুডলস

প্রিয় খাবারের মজার তথ্য।

১৪

Re: নুডলস

lollol:lol::lol::lol: