টপিকঃ নুডলস
নুডলস খেতে ভালোবাসেন না,এমন মানুষ খুব কমই আছেন। কিন্তু জানেন কি নুডলস খাওয়ার প্রচলন আজ থেকে কত বছর আগে?
নামটা আধুনিক শোনালেও আজ থেকে প্রায় চার হাজার বছর আগে চীনে নুডলস খাবার প্রচলন হয়। বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত এক খবরে জানা গেছে,চীনের ইয়েলো রিভার এলাকার লাজ্বিয়াতে প্রত্নতাত্বিকরা খননের সময় পাওয়া হলুদাভ রংয়ের ৫০ সেন্টিমিটার দীর্ঘ এক টুকরো নুডলসের কাবর্ন ডেটিং করে দেখেছেন নুডলসের টুকরোটির বয়স প্রায় চার হাজার বছর। ধারনা করা হচ্ছে, বন্যার সময়ে মাটির নীচে ঢুকে গিয়েছিলো। তবে প্রচলিত নুডলসের মতো এই নুডলস কিন্তু ময়দা থেকে তৈরি করা হয়নি। তৈরি করা হয়েছিলো এক ধরনের ঘাস থেকে।
(বিবিসি অবলম্বনে)