টপিকঃ মেক্সিকো সরকারের বৃত্তি
মেক্সিকো সরকার ২০১১ সালের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিল্লির মেক্সিকো দূতাবাস জানিয়েছে, মেক্সিকো সরকার Belateral Exchange Programs-এর অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। এই বৃত্তি-সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে http://becas.sre.gob.mx ওয়েবসাইটে। এখান থেকে বৃত্তির আবেদনপত্র ডাউনলোড করা যাবে। বৃত্তি পেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের আগামী ১৫ অক্টোবরে মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা—
Embassy of Mexico In India
C-8, Anand Niketan, New Delhi 110021, India
Tel: (91-11)24117180/81/82/83
Fax: (91-11)24117193
E-mail: embamexindia@airtelmail.in
www.sre.gob.max/india
বাংলাদেশে যোগাযোগের ঠিকানা-
রঞ্জিত্ কুমার সেন
উপসচিব
ফোন: ৭১৬৫০৩২
ই-মেইল: ds_stp@modeu.gov.bd